AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur: রাজ্য় পুলিশেই আস্থা, স্পষ্ট জানালেন কসবার নির্যাতিতার আত্মীয়

Baruipur: কলকাতার কসবার কলেজে আইনের ছাত্রীকে কলেজে ধর্ষণের ঘটনায় তোলপাড় যখন গোটা রাজ্য। তখন কলকাতা পুলিশে তদন্তের উপরই পরিপূর্ণ আস্থা রাখছেন বলে জানিয়েছেন নির্যাতিতা ওই কলেজ ছাত্রীর মামা।

Baruipur: রাজ্য় পুলিশেই আস্থা, স্পষ্ট জানালেন কসবার নির্যাতিতার আত্মীয়
Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 29, 2025 | 12:49 PM
Share

বারুইপুর: দক্ষিণ কলকাতার ল কলেজের ইউনিয়ন রুমে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। সেই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সমগ্র ঘটনায় গ্রেফতারও হয়েছেন চারজন। এবার পুলিশি তদন্ত নিয়ে মুখ খুললেন নির্যাতিতার মামা।

কলকাতার কসবার কলেজে আইনের ছাত্রীকে কলেজে ধর্ষণের ঘটনায় তোলপাড় যখন গোটা রাজ্য। তখন কলকাতা পুলিশে তদন্তের উপরই পরিপূর্ণ আস্থা রাখছেন বলে জানিয়েছেন নির্যাতিতা ওই কলেজ ছাত্রীর মামা। তিনি রবিবার বলেন, “কলকাতা পুলিশে তদন্তে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা সিবিআই চাই না। ‘জাতীয় মহিলা কমিশন’ থেকে ফোন করেছিল। আমরা যা বলার বলে দিয়েছি। আমরা পুলিশ কলকাতা পুলিশের তদন্তর উপরই সন্তুষ্ট। আমরা কোনও ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি না। আর নির্যাতিতা এখন কলকাতায় থাকবে।” নিজের বাড়িতে আসবে না বলেও জানিয়েছেন তার মামা।

বস্তুত, শনিবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও সিবিআই নয়, এই ঘটনার তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশ করুক বলে দাবি করেছেন। তাঁর এ মন্তব্যই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। কিন্তু কেন তিনি এমন কথা বললেন? সেই বিষয়ে বলতে গিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “সিবিআই প্রচণ্ড এফেক্টিভ। কিন্তু, সিবিআইকে আপনি ৫ দিন ১০ দিন পরে কেস দেবেন সমস্ত তথ্য ট্যাম্পার করে দিয়ে! পুরো ভাঙচুর করে! আমরা তো আর বোকা নই। তাই এবারের কেস এই পুলিশকে দিয়েই তদন্ত হোক। এটা আমার মত। তবে বিজেপির মতামত আমার শীর্ষ নেতৃত্ব ঠিক করবে।”