Kultali: নগ্ন ছবি দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ
Kultali: নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী কাজের জন্য কেরলে থাকেন। স্বামীর অবর্তমানে অভিযুক্ত যুবক দিনের পর দিন ওই মহিলাকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ।বাড়িতে ঢুকে জোর করে ধর্ষণ করে নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন।
দক্ষিণ ২৪ পরগনা: নগ্ন ছবি দেখিয়ে কুলতলিতে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ। ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারের লোককে প্রাণে মেরে ফেলারও হুমকি শিকার নির্যাতিতা। অভিযুক্ত গ্রামেরই এক যুবক। বুধবার রাতে কুলতলি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা।
নির্যাতিতার বয়ান অনুযায়ী জানা গিয়েছে, তাঁর স্বামী কাজের জন্য কেরলে থাকেন। স্বামীর অবর্তমানে অভিযুক্ত যুবক দিনের পর দিন ওই মহিলাকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। এক রাতে বাড়িতে ঢুকে জোর করে ধর্ষণ করেন আর সে সময়ে নগ্ন ছবিও তুলে রাখেন বলে অভিযোগ। নির্যাতিতার বক্তব্য, এরপর থেকে সেই ছবি দেখিয়েই ব্ল্যাকমেইল করতেন অভিযুক্ত। আর সেভাবে আরও একাধিকবার তাঁর ওপর অত্যাচার চলে বলে নির্যাতিতার বক্তব্য।
বছর খানেক আগে ওই মহিলা কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু সে সময়ে অভিযুক্তের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হয়নি বলে দাবি নির্যাতিতার। পরিস্থিতি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছলে, তিনি তাঁর স্বামীকে গোটা বিষয়টি জানান। মানসিক অবসাদে নির্যাতিতা আত্মহত্যা চেষ্টাও করেছেন বলে দাবি তাঁর স্বামীর। শেষমেশ কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে কুলতলি থানার পুলিশ।