Kultali: এলাকায় ভ্যান ঢুকতেই পুলিশকে লক্ষ্য করে গুলি, তুলে নিয়ে যাওয়া হল দুই মহিলাকে
Kultali: কুলতলি থানা এলাকার দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে নকল সোনা বিক্রির চক্র সক্রিয়। সে হিসাবেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে গিয়েছিল। সোমবার সকলে ভরা বাজারের মধ্যে দিয়ে পুলিশ গাড়ি ঢুকছিল।

দক্ষিণ ২৪ পরগনা: এলাকায় পুলিশের গাড়ি চলছে, হঠাৎ করেই হইহই পড়ে যায় এলাকায়। দৌড়াদৌড়ি পড়ে যায়। পুলিশ কাকে ধরতে এসেছে, দুষ্কৃতী কে, কিছু বুঝে ওঠার আগেই হট্টগোল। আচমকাই পুলিশকে লক্ষ্য করে ধেয়ে আসে বুলেট। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল। দুষ্কৃতী ধরতে এসে গুলি খেতে হল পুলিশকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলির দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলতলি থানা এলাকার দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে নকল সোনা বিক্রির চক্র সক্রিয়। সে হিসাবেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে গিয়েছিল। সোমবার সকলে ভরা বাজারের মধ্যে দিয়ে পুলিশ গাড়ি ঢুকছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায় হট্টগোল।
অভিযোগ, ভিড়ের মাঝ থেকেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যদিও পুলিশ এই ঘটনায় দুষ্কৃতীদের ধরতে না পারলেও, গ্রামের দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য ওই এলাকায় নকল সোনা বিক্রির চক্র সক্রিয় রয়েছে। পাশাপাশি দুষ্পাপ্য মূর্তিও পাচার চক্রও সক্রিয়। দীর্ঘদিন ধরেই ওই এলাকা থেকে অভিযোগ আসছিল। তবে এদিনের গুলি চালনার ঘটনায় এই মহিলাকে কী ভূমিকা, তা এখনও স্পষ্ট নয়।





