Road Accident Behala: ভাং খেয়ে চালকের আসনে! ঘাতক গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর

Road Accident: স্থানীয়দের অভিযোগ, পর্ণশ্রীর দুর্ঘটনায় ঘাতক গাড়ির চালক ভাং খেয়ে গাড়ি চালাচ্ছিল। কারণ, ওই ঘাতক চার চাকার গাড়িটির থেকে প্রচুর পরিমাণে ভাং-এর প্যাকেট পাওয়া গিয়েছে।

Road Accident Behala: ভাং খেয়ে চালকের আসনে! ঘাতক গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর
বেহালায় পথ দুর্ঘটনা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 10:38 PM

কলকাতা : বেহালার পর্ণশ্রী এলাকায় এয়ারপোর্ট রোডে এক চার চাকার গাড়ির ধাক্কায় (Road Accident in Kolkata) মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা ওই ঘাতক গাড়িটিকে ভাংচুর করে। এলাকয় ব্যাপর উত্তেজনা ছড়িয়েছে ঘটনাকে কেন্দ্র করে। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ৮ টা। রাস্তার ধারেই দাঁড়িয়ে ছিলেন রঞ্জিত নামের এক স্থানীয় ব্যক্তি। সেই সময়ই একটি চার চাকার গাড়ি এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই উত্তেজিত জনতা চড়াও হয় গাড়িটির উপর। ভাংচুর করা হয় ঘাতক গাড়িটি। দুর্ঘটনার জেরে এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে। এদিকে মৃত ব্যক্তির দেহ বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঘাতক গাড়ির চালক পলাতক। গাড়ির মালিককে মারধর করেছে স্থানীয় লোকজন। পরে পর্ণশ্রী থানার পুলিশ এসে গাড়ির মালিককে উদ্ধার করে নিয়ে যায়।

ভাং খেয়ে গাড়ি চালানোর অভিযোগ

এদিকে স্থানীয়দের অভিযোগ, পর্ণশ্রীর দুর্ঘটনায় ঘাতক গাড়ির চালক ভাং খেয়ে গাড়ি চালাচ্ছিল। কারণ, ওই ঘাতক চার চাকার গাড়িটির থেকে প্রচুর পরিমাণে ভাং-এর প্যাকেট পাওয়া গিয়েছে। দুর্ঘটনার সময় প্রথমে ঘাতক গাড়িটি একটি স্কুটিকে ধাক্কা মারে। স্কুটিতে এক শিশু ছিল, দুর্ঘটনায় সেই শিশুও হালকা চোট পায়। তারপরই গাড়িটি এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রঞ্জিত পোদ্দারকে ধাক্কা মারে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে গাড়ির মালিক কে পাবলিক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় যদিও গাড়ি চালক পলাতক।

ধাক্কা মেরে ২০ ফুট দূর পর্যন্ত নিয়ে যায় গাড়িটি

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “সন্ধ্যা বেলা দুটি ছেলে খুব দ্রুত গাড়িটি চালাচ্ছিল। প্রথমে দোকানের সামনে একটি স্কুটিতে ধাক্কা মারল। তারপর এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে কচুরি খাচ্ছিলেন রঞ্জিত পোদ্দার, তাঁকে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে গাড়িটি মৃত ব্যক্তিকে নিয়ে সামনের দেওয়ালের সঙ্গে পিষে দেয়। গাড়ির গতি প্রচুর বেশি ছিল। ধাক্কা মারার পর প্রায় ২০ ফুট দূর পর্যন্ত নিয়ে গিয়েছে। পরে তাঁর ছেলেকে খবর দেওয়া হয় এবং বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান সে মারা গিয়েছে।”

তিনি আরও জানিয়েছেন, ওই গাড়ির যে চালক ছিল, সে পালিয়ে গিয়েছে। অন্যজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সঙ্গে মোবাইল ও ভাং-এর ১০ টি প্যাকেট পাওয়া গিয়েছে। এর পাশাপাশি এলাকায় বেশ কিছু বেআইনি পার্কিংয়েরও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সন্ধ্যা নামলে বিভিন্ন মদ-গাঁজার আসর বসে বলেও অভিযোগ একাংশের।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা