AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident: শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন, দুর্ঘটনায় মাঝপথে চলে গেল তাজা প্রাণ

Death: নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি নিয়ে প্রীতম বৈদ্যুতিন স্তম্ভে গিয়ে সজোরে ধাক্কা মারে।

Accident: শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন, দুর্ঘটনায় মাঝপথে চলে গেল তাজা প্রাণ
মৃতের বাইক
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 1:31 PM
Share

বিষ্ণুপুর: আবারও প্রকাশ্যে দুর্ঘটনার খবর। গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। স্বাভাবিক ভাবে শোকের ছায়া এলাকায়।

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত গোবড়ার মোড়ের কাছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রীতম খামারু (২২)। জানা গিয়েছে প্রীতম গতকাল নিজের মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা  দিয়েছিল। কিন্তু গোবড়ার মোরে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি নিয়ে প্রীতম বৈদ্যুতিন স্তম্ভে গিয়ে সজোরে ধাক্কা মারে।

পথচলতি মানুষ ও আশেপাশের লোক জনেরা প্রীতমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রীতমের বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত গাববেড়িয়ার খিরিজতলায়। শ্বশুরবাড়িও সংশ্লিষ্ট থানা এলাকারই গাববেড়িয়ার হরির দোকানের কাছে ।

এদিকে গতকাল গাড়ির ধাক্বায় মৃত্যু হল এক পথচারীর। পরপর ৭ জনকে ধাক্কা মারে একটি গাড়ি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়। ভয়াবহ দুর্ঘটনাটি (Accidnet) ঘটেছে চিংড়িঘাটায় (Chingrighata)। বাকি ৬ জন আহত অবস্থায় চিকিৎসাধীন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এ দিন চিংড়িঘাটার বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন। সায়েন্স সিটির দিক থেকে আসছিল একটি চার চাকা গাড়ি। সেই গাড়িটি আচমকা ধাক্কা দেয় পথচারীদের। আহত হন সাত জন। তাঁদের উদ্ধার করতে ছুটে আসে পুলিশকর্মীরা। দ্রুত সাত জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে এক জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিরা আহত। তাঁদের চিকিৎসাধীন চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বিকেল ৩ টে ৫৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বেপরোয়া গতিতে ছুটে আসে গাড়িটি। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন অনেকে। গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। যিনি গাড়ি চালাচ্ছিলেন, তিনিই গাড়ির মালিক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গাড়িতে ছিল তাঁর পরিবারও। চালক ওই ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘাতক গাড়িটি তুলে নিয়ে গিয়েছে পুলিশ। মৃতের পরিচয় জানা যায়নি এখনও।

আরও পড়ুন: North Dinajpur: একাধিক বিবাহ বহির্ভুত সম্পর্ক! মহিলা সহ তার ‘পুলিশ’ প্রেমিককে বেধড়ক মার গ্রামবাসীর