AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sundarban: সুন্দরবনে যাত্রীদের ব্যাগে দেদার তল্লাশি, লঞ্চের চালকদের সঙ্গেও কথা, কী হচ্ছে সেখানে?

Sundarban:বস্তুত,শীতকাল মানেই বাঙালির ঘুরতে যাওয়ার অন্যতম জায়গা সুন্দরবন। কিন্তু সেখান থেকেই কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে কাশ্মীরের 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি জাভেদ মুন্সি। তারপর থেকে কম চাপানউতর তৈরি হয়নি।

Sundarban: সুন্দরবনে যাত্রীদের ব্যাগে দেদার তল্লাশি, লঞ্চের চালকদের সঙ্গেও কথা, কী হচ্ছে সেখানে?
কী হচ্ছে সেখানে?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 28, 2024 | 5:56 PM
Share

সুন্দরবন: কখনও পর্যটক বোঝাই লঞ্চে। কখনও বা মৎস্যজীবীদের নৌকায়। কখনও আবার ফেরি ঘাটে যাত্রীদের ব্যাগ ঘাঁটাঘাঁটি চলছে। সুন্দরবনে এইভাবেই জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। একটু কিছু সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে চালক থেকে শুরু করে সেখানে উপস্থিত প্রায় সকলকেই জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। জানতে চাইছেন কিছু প্রশ্ন। কিন্তু কেন?

বস্তুত,শীতকাল মানেই বাঙালির ঘুরতে যাওয়ার অন্যতম জায়গা সুন্দরবন। কিন্তু সেখান থেকেই কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে কাশ্মীরের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি জাভেদ মুন্সি। তারপর থেকে কম চাপানউতর তৈরি হয়নি। এই পরিস্থিতিতে আর কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সুন্দরবনে জলপথে জঙ্গি-সন্ত্রাসী ঢোকা আটকাতে নৌকা ও পর্যটকদের লঞ্চে নজরদারি শুরু উপকূল পুলিশের।

এ দিন, বাড়তি নজরদারি শুরু করেছে উপকূল থানার পুলিশ কর্মীরা। বিশেষ করে যে সমস্ত নৌকা বাংলাদেশ জল সীমানার দিকে থেকে মাছ, কাঁকড়া ধরতে যায়। এক দ্বীপ থেকে অন্য দ্বীপের সঙ্গে যোগাযোগকারী যাত্রী পরিবহণের নৌকাগুলোতেও এক যোগে এই বিশেষ তল্লাশির কাজ শুরু করেছে উপকূল থানার পুলিশ।গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার পুলিশ কর্মীরা গোসাবার ব-দ্বীপ এলাকার বিভিন্ন ফেরি সার্ভিসের নৌকাগুলিতে যাত্রীদের ব্যাগে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি মৎস্যজীবীদের নৌকা ও পর্যটকদের বোট, লঞ্চ গুলিতেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে নিরাপত্তাজনিত কারণে।