Kultali: মাটিতে তাকাতেই চোখ কপালে, গোটা এলাকায় ক্রমেই বাড়ছে ভয়
Royal Bengal Tiger: শনিবার সন্ধেয় এলাকার এক মৎস্যজীবী দেখতে পান মাতলা ও মাকড়ি সংযোগস্থলে নদী পেরিয়ে গ্রামের ধান খেতে প্রবেশ করেছে বাঘ। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।

কুলতলি: সকালবেলা ঘুম থেকে উঠে চোখ কপালে ওঠার জোগাড়। নদীর চড় থেকে শুরু হয়ে লোকালয়। পড়ে রয়েছে বাঘের পায়ের ছাপ। মুহূর্তে ছড়িয়ে পড়ল খবর। লোকালয়ে ঢুকেছে বাঘ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়ি গ্রামে।
শনিবার সন্ধেয় এলাকার এক মৎস্যজীবী দেখতে পান মাতলা ও মাকড়ি সংযোগস্থলে নদী পেরিয়ে গ্রামের ধান খেতে প্রবেশ করেছে বাঘ। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। এলাকার মানুষজন তখন রাত পাহাড়ার ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় বন দফতরের আধিকারিকদের। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে।
ইতিমধ্যে পুলিশের তরফে শুরু হয়েছে মাইকিং। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের নিজেদের বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে। রাতে খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরতে বারণ করা হয়েছে গ্রামবাসীদের। এই ঘটনায় ঘুম ছুটেছে দেউলবাড়ী গ্রামের বাসিন্দাদের। ঘটনাস্থলে বন কর্মীরা জাল,নৌকা নিয়ে পৌঁছেছেন। ঘটনাস্থলে গিয়েছেন বন দফতরের ADFO।
তরুণ মুখোপাধ্যায় নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “সন্ধেবেলায় বাড়িতে ছিলাম। হঠাৎ খুব চিৎকারের আওয়াজ পাই। পরে বেরিয়ে শুনি লোকজন বলছে বাঘ বেরিয়েছে…বাঘ বেরিয়েছে। আমাদের একটা ভাই দেখতে পেয়েছে বাঘটা নদী পথ দিয়ে বেরিয়ে ধানবনে ঢুকে গেছে। এখন আমরা খুব আতঙ্কে আছি। রাত থেকে পাহাড়া দিচ্ছি। বন দফতরকে জানিয়েছি। ওঁরা এসেছে। এখানে এমন বারবার এমন হয়। খুব ভয়ে আছি।”





