Sandeshkhali: উত্তম সর্দারের গ্রেফতারির দাবিতে ফুঁসছে সন্দেশখালি, অথচ পুলিশকর্তা বললেন, ‘ওর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই’
Sandeshkhali: মহিলাদের বিক্ষোভ সামলানোর মাঝে সন্দেশখালির বাজারে দাঁড়িয়েই পুলিশের এক কর্তা বললেন, "এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছি। এত ডিটেইলস দেওয়া যাবে না। প্রাইমারি স্টেজে রয়েছে তদন্ত। দুটি কেস হয়েছে।" সাংবাদিক প্রশ্ন করেন, " উত্তম সর্দার কোথায় আছে?"

সন্দেশখালি: সন্দেশখালিতে শাসক নেতাদের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ গ্রামের মহিলারা। বৃহস্পতিবার সকাল থেকেই ঝাঁটা, লাঠি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামের মহিলারা। অভিযোগ, কেবল শেখ শাহজাহান নয়, শিবু হাজরা, উত্তম সর্দার-সহ আরও একাধিক শাসক নেতা-কর্মী গ্রামে ব্যাপক অত্যাচার চালিয়েছে। জমি দখল করা থেকে শুরু করে, মহিলাদের বাড়ি থেকে রাতে তুলে নিয়ে যাওয়া, বাচ্চাদের হাতে বন্দুক ধরিয়ে দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন গ্রামের মহিলারা। বুধবার রাতেও গ্রামে ঢুকে একাধিক নেতা ব্যাপক অত্যাচার চালিয়েছেন বলে অভিযোগ। আর তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে পথে নামেন গ্রামের মহিলারা। গ্রামের মহিলাদের অভিযোগের কেন্দ্রবিন্দুতে নাম রয়েছে উত্তম সর্দারের। কিন্তু পুলিশ বলছে অন্য কথা।
মহিলাদের বিক্ষোভ সামলানোর মাঝে সন্দেশখালির বাজারে দাঁড়িয়েই পুলিশের এক কর্তা বললেন, “এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছি। এত ডিটেইলস দেওয়া যাবে না। প্রাইমারি স্টেজে রয়েছে তদন্ত। দুটি কেস হয়েছে।” সাংবাদিক প্রশ্ন করেন, ” উত্তম সর্দার কোথায় আছে?” পুলিশ কর্তা উত্তর দেন, “সেটা আমি এত কিছু বলতে পারব না। ও অসুস্থ ছিল, ওকে উদ্ধার করা হয়েছিল। যারা গন্ডগোলে ছিল, তাদেরই গ্রেফতার করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে।” এ কথা বলার পরই তিনি বলে দেন, “উত্তমের বিরুদ্ধে কোনও রকমের অভিযোগ নেই। এখনই ডিক্লোজ করা যাচ্ছে না।” এর বেশি প্রশ্ন করতে রেগে গেলেন পুলিশ কর্তা।
উত্তম সর্দার কে? জানা যাচ্ছে, শেখ শাহজাহানের ডান হাত উত্তম সর্দার। তিনিও শাসকনেতা। শেখ শাহজাহানের ‘বাহিনী’ বলেই পরিচিত। তবে এদিনের ঘটনায় রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আইন আইনের পথেই চলবে। “





