Panchayat Election: পাঁচ হাজার টাকার বিনিময়ে গুলি চালায় ‘শওকত মোল্লার লোক’? শুনে কী বলছেন তৃণমূল নেতা?
Saokat Molla: ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে থাকা শওকত মোল্লার বক্তব্য তিনি ওই যুবককে চেনেনই না। বললেন, 'ওর নাম সম্ভবত গোবিন্দ নস্কর। আমি হাটগাছায় রাজনৈতিক জীবনে মাত্র একবার গিয়েছি।'
ভাঙড়: পঞ্চায়েতের মনোনয়ন (Nomination of Panchayat) পর্বে এক চরম বিশৃঙ্খলা ও অশান্তির সাক্ষী থেকেছে ভাঙড় (Bhangar)। লাঠি-সোঁটা থেকে শুরু করে গুলি-বোমাবাজি… কিছুই বাদ যায়নি। আর এসবের মধ্যেই ছড়িয়ে পড়েছিল এক যুবকের বক্তব্য। প্রথমে সে নিজেকে ‘শওকত মোল্লার লোক’ বলে দাবি করে। ওই যুবককে বলতে শোনা গিয়েছে, তাকে ‘৫ হাজার টাকার’ প্রতিশ্রুতিতে ‘ভাড়া’ করা হয়েছিল। বলেছিল, তাকে ‘মেশিন ও দানা’ দেওয়া হয়েছিল। সে নিজে গুলি চালিয়েছিল বলেও দাবি করেছিল। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। পরে আবার অন্য একটি ভাইরাল ভিডিয়োতে তাকে বলতে শোনা গিয়েছে, সে নাকি প্রাণভয়ে এসব কথা বলেছিল। এই নিয়ে তীব্র রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে। আর এসবের মধ্যেই গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন তৃণমূল নেতা শওকত মোল্লা (Saokat Molla)।
কী বলছেন শওকত?
ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে থাকা শওকত মোল্লার বক্তব্য তিনি ওই যুবককে চেনেনই না। বললেন, ‘ওর নাম সম্ভবত গোবিন্দ নস্কর। আমি হাটগাছায় রাজনৈতিক জীবনে মাত্র একবার গিয়েছি। হাটগাছা কীরকম আমি দেখিনি এবং লোকটাকেও চিনি না। তার কাছ থেকে যা খবর, তাকে মেশিন ধরে, গাছে বেঁধে বলা হয়েছে আরাবুল-শওকত মোল্লার নাম বলতে হবে। না-হলে ওকে মেরে দেবে। আমি তার প্রমাণ আপনাদের দিয়ে দেব।’
উল্লেখ্য, প্রথমে যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছিল, সেখানে ওই যুবক নিজেকে ‘শওকত মোল্লার লোক’ এবং ‘ভাড়া’ করা দুষ্কৃতী বলে দাবি করেছিল। ভাঙড়ে গুলি চালানোর কথাও স্বীকার করেছিল সে। এই ভিডিয়োটি হল ১৫ তারিখের। এরপর ১৬ তারিখ আরও একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে তার বক্তব্য, তাকে মারধর করে ভয় দেখানো হয়েছিল। সেই কারণেই সে ওইসব কথা বলেছিল। যুবককে বলতে শোনা যাচ্ছে, ‘আমি যদি সত্যি ভাড়াটে মস্তান হতাম তাহলে কী আমার বাড়ির অবস্থা এত খারাপ হত!’