দক্ষিণ ২৪ পরগনা: দোলের আগে টানা রুটিন তল্লাশি। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে দক্ষিণ ২৪ পরগনার ফলতার মাছঘাটা এলাকার কাছে হুগলি নদীর মাঝে থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ চোলাই মদ ও চোলাই তৈরির সামগ্রী উদ্ধার করে পুলিশ। ৫টি ভুটভুটি থেকে ২০ লিটারের চারশো ড্রাম ভর্তি ৮ হাজার লিটার নিষিদ্ধ চোলাই মদ উদ্ধার হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত মোহন চক্রবর্তী ও বিভাস কয়াল হাওড়ার উলুবেড়িয়া এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে মাদক আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ফলতা থানার পুলিশ। রাতের অন্ধকারে হাওড়ার উলুবেড়িয়া থেকে নদীপথে ভুটভুটিতে করে গোপনে বেআইনি চোলাই মদ দক্ষিণ ২৪ পরগনার দিকে নিয়ে আসার পথে গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে ও ফলতা থানার আইসি অভিজিৎ হাইতের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী বেশ কয়েকটি লঞ্চ নিয়ে হুগলি নদীর মাঝে অভিযান চালায়। কুলপি এলাকায় চোলাই মদগুলোকে বেআইনিভাবে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল বলে ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ।
হোলি ও দোলের সময়ে মদ ও মাদকজাত দ্রব্য সেবন করে এলাকায় যাতে কেউ অশান্তি ছড়াতে না পারে সেই জন্য বিভিন্ন মদের ঠেকে তল্লাশি চালানো হচ্ছে। এই তল্লাশিতে দুই মদ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। সৌমিত্র কয়াল নামে একজনকে অটো সমেত গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৩৩৪ বোতল দেশি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়। প্রায় ২০০ লিটার মদ উদ্ধার হয়। তাছাড়া পূর্ব বয়ার সিং হতে প্রতাপ বর নামে আরও এক মদ বিক্রেতাকে গ্রেফতার করা হয়, যার ঠেক থেকে প্রায় ১০ লিটার দেশজ মদ উদ্ধার হয়েছে।