AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond Harbour Case: প্রতি রাতে খাটে মাঝে স্ত্রী, তার পাশে বন্ধুকে নিয়ে শুতেন! প্রাইমারি শিক্ষকের কীর্তি শুনে গা ঘিনঘিন করছে পড়শিদেরই

Diamond Harbour Attempt to Rape Case: ফলতার বাসিন্দা ওই মহিলার সঙ্গে গত ৮ মাস আগে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল ডায়মন্ড হারবারের বাসিন্দা ধনঞ্জয়ের। ধনঞ্জয় প্রাথমিকের শিক্ষক।

Diamond Harbour Case:  প্রতি রাতে খাটে মাঝে স্ত্রী, তার পাশে বন্ধুকে নিয়ে শুতেন! প্রাইমারি শিক্ষকের কীর্তি শুনে গা ঘিনঘিন করছে পড়শিদেরই
ডায়মন্ড হারবারে ধর্ষণের চেষ্টার অভিযোগ (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Mar 18, 2022 | 8:47 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: ৮ মাস আগে সম্বন্ধ করে বিয়ে। বিয়ের পর জানতে পারেন, তাঁর স্বামী সমকামী। রাতে তাঁর শোওয়ার ঘরে বন্ধুকে ঢুকিয়ে দেন স্বামী নিজেই। খাটেই মাঝখানে স্ত্রীকে শুতে দেন, আর তাঁর পাশে  বন্ধুকে। প্রাইমারি শিক্ষকের সামনেই তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন বন্ধু।  বিস্ফোরক অভিযোগ তুললেন বছর তিরিশের এক মহিলা। অভিযোগ ঘিরে সরগরম দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার। স্বামীর বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে অস্বীকার করায়, তাঁকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ। ঘটনার তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, নির্যাতন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

ফলতার বাসিন্দা ওই মহিলার সঙ্গে গত ৮ মাস আগে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল ডায়মন্ড হারবারের বাসিন্দা ওই শিক্ষকের। নির্যাতিতার বয়ান অনুযায়ী, বিয়ের পর তিনি জানতে পারেন, স্বামী ও তাঁর বন্ধু সমকামী। স্বামীর বন্ধুর বাড়ি স্থানীয় এলাকাতে হলেও ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। অভিযোগ, দিনের পর দিন স্বামী ও তাঁর বন্ধুর সঙ্গে এক বিছানায় রাত কাটাতে হয়েছে বধূকে। সেই সুযোগে বধূকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করেছেন স্বামীর বন্ধু।

এমনকি বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য বধূর উপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হত বলেও অভিযোগ। সেই নির্যাতন সহ্য করতে না পেরে বধূ দ্বারস্থ হয়েছিলেন মহিলা সমিতির। এদিন মহিলা সমিতির সহযোগিতা নিয়ে বধূ ডায়মন্ড হারবার থানায় এসে স্বামী ও তাঁর বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। ধৃতকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে।

নিগৃহীতা বলেন, “বিয়ের আগে তো কিছুই বুঝতে পারিনি। বিয়ের পর থেকে দেখতাম রোজ এক খাটে ওকে নিয়ে শুত আমার স্বামী। আমাকেও শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোর করত। এরকম ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হব, কখনও ভাবিনি।”

এক স্থানীয় বাসিন্দা বলেন, “এরকম তো আগে বুঝিনি  বাবা। দেখে তো আর বোঝাও যায় না। কী রকম গা ঘিনঘিন করছে।”

আরও পড়ুন: Madhyamik Examination 2022: মাধ্যমিকে টুকলি করতে দেননি শিক্ষকরা, তা বলে মাঝরাতে এমন কাণ্ড! ভয়ে কাঁটা প্রধান শিক্ষকই

আরও পড়ুন: Sonamukhi Crime: স্বামী-স্ত্রীর ঝগড়া চলছিল, এরইমধ্যে ছোট্ট মেয়ের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন মা…