South 24 Parganas: ছাত্রদের মধ্যে জনপ্রিয়, স্কুলের ‘অ্যাক্টিভ টিচার’! দাগিদের তালিকায় এবার বিজেপি নেতার ছেলে
Bhangar Tainted List: অতনু ভাঙড়ের বিজেপি নেতা তথা বর্তমানে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মন্ডলের ছেলে। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

দক্ষিণ ২৪ পরগনা: চাকরি হারানো দাগিদের তালিকায় ভাঙড়ে বিজেপি নেতার ছেলে। হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষকদের যে ‘দাগি’দের তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে শাসকদলের ঘনিষ্ঠদের থাকা নিয়ে তোলপাড় বাংলা। বিঁধছেন বিরোধীরা। তবে তার মধ্যেই এবার উলটপুরাণ। সম্প্রতি যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে জ্বলজ্বল করছে ভাঙড় নারায়ণপুর হাই স্কুলের(ওল্ড সাইট) বাংলার শিক্ষক অতনু মণ্ডলের নাম।
অতনু ভাঙড়ের বিজেপি নেতা তথা বর্তমানে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মন্ডলের ছেলে। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
শনিবার রাতে এসএসসি তাদের ওয়েবসাইটে ১৮০৪ জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করে। পরে অবশ্য আরও দুজনের নাম তাতে সংযুক্ত করে দ্বিতীয় তালিকা পেশ করে এসএসসি। সেখানেই ২০০ ক্রমিক নম্বরে অতনু মণ্ডলের নাম রয়েছে। অতনু ২০১৯ সালের পয়লা ফেব্রুয়ারি ভাঙড় ১ ব্লকের নারায়ণপুর হাই স্কুলে (ওল্ড সাইট) যোগদান করেন বাংলার শিক্ষক হিসাবে।
স্কুলে খোঁজ নিয়ে জানা গেল, ছাত্রদের মধ্যে বেশ জনপ্রিয় অতনু। ক্লাস, ছাত্রদের মেলামেশার পাশাপাশি স্কুলের অন্যান্য কাজেও হাত লাগাতেন তিনি। এর আগে হাইকোর্টের নির্দেশে বেতন বন্ধ হওয়ার পর সুপ্রিম কোর্টের অন্তর্বতী নির্দেশে কিছুদিনের জন্য বেতন চালু হয়। আবার পরে সুপ্রিম নির্দেশে অতনুর চাকরি চলে যায়। তারপর থেকেই স্কুলে আসছেন না তিনি, বেতনও বন্ধ।
অবনী মন্ডল বলেন, “আমার ছেলে কতটা প্রতিভাবান সেটা ওর স্কুলের শিক্ষকরা আর ছাত্ররা বলবেন। কোনও তৃণমূল নেতার সঙ্গে আমার কোন যোগাযোগ নেই। আমার ছেলে আবারও আইনের দ্বারস্থ হয়েছেন।”
