একটা বিকট শব্দ, লাইনচ্যুত হয়ে পড়ল লোকাল ট্রেনের চাকা, ক্যানিং স্টেশনে ভয়াবহ ঘটনা
শিয়ালদার দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে (Canning Station) দুর্ঘটনা
দক্ষিণ ২৪ পরগনা: রাত বারোটা। প্ল্যাটফর্ম তখন প্রায় ফাঁকাই বলা চলে। চালক ট্রেন সাইডিং করে তিন নম্বর লাইনে নিয়ে যাচ্ছিলেন। আচমকাই বিকট শব্দ। কেঁপে ওঠেন রেললাইনের ধারের বাসিন্দারা। দৌঁড়ে আসেন রেলকর্মীরাও। দেখা যায়, ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। ভেঙে পড়েছে লাইনের গার্ড। শিয়ালদার দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে (Canning Station) দুর্ঘটনা। তবে এড়ানো গিয়েছে বড় বিপদ।
রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন রাতে তিনটি লোকাল ট্রেন ক্যানিং ষ্টেশনে থাকে। যাতে ভোর থেকেই সাধারণ যাত্রীরা কলকাতার উদ্দেশ্যে যেতে পারে। বুধবার রাতে ক্যানিং ষ্টেশনের একটি ট্রেন সাইডিং করে তিন নম্বর লাইনে নিয়ে যাচ্ছিলেন চালক। তখন আচমকাই ট্রেনটি সজোরে বাফারে গিয়ে ধাক্কা মারে।
আরও পড়ুন: ব্যাগে ক্লাস টেনের বই, সঙ্গে সাইকেল! লাইনের ধারে কিশোর-কিশোরীকে দেখা গেল চরম অবস্থায়
খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের টেকনিক্যাল ইঞ্জিনিয়াররা। তৎপরতার সঙ্গে শুরু হয় মেরামতি। দীর্ঘ প্রায় সাত ঘণ্টার চেষ্টায় লাইনের উপর ট্রেন বসানো হয় এবং ট্রেনের ধাক্কায় ভেঙে পড়া বাফারটিকে ঠিক করা হয়। রাতের মধ্যেই তৎপরতার সঙ্গে মেরামতি শেষ করা হয়। বৃহষ্পতিবার সকাল থেকে শিয়ালদহ ক্যানিং শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।