AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্যাগে ক্লাস টেনের বই, সঙ্গে সাইকেল! লাইনের ধারে কিশোর-কিশোরীকে দেখা গেল চরম অবস্থায়

খড়দায় (Khardah) রেললাইনের ধার থেকে কিশোর কিশোরীকে যে অবস্থায় উদ্ধার করলেন স্থানীয়রা।

ব্যাগে ক্লাস টেনের বই, সঙ্গে সাইকেল! লাইনের ধারে কিশোর-কিশোরীকে দেখা গেল চরম অবস্থায়
এই রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছে দেহ
| Edited By: | Updated on: Mar 17, 2021 | 3:23 PM
Share

খড়দা: রেললাইনের ধারে পার্ক। আর তার সামনের রাস্তায় সন্ধ্যার পর সাধারণ মানুষের চলাফেরাটা একটু কমই হয়। প্রত্যক্ষদর্শীদের কথায় পার্কে বসেই গল্প করছিল দুই কিশোর-কিশোরী। সঙ্গে আরও কয়েকজন বন্ধু ছিল। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু আচমকাই বীভৎস ঘটনা। শোনা যায়, ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে পড়েছে তাঁদেরই পাড়ার সেই কিশোর। কিছুটা দূরে পড়ে তার বান্ধবী। কিন্তু কীভাবে তারা রেললাইনের ধারে এল, কীভাবে ট্রেনের ধাক্কা লাগল, তা কিছুই আঁচ করতে পারছেন না স্থানীয়রা। খড়দায় (Khardah) রেললাইনের ধার থেকে কিশোর কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম রাজন রায়। আর বছর সতেরোর কিশোরীর নাম প্রিয়াঙ্কা। রাজন খড়দার রেললাইন সংলগ্ন এলাকারই বাসিন্দা। তবে প্রিয়াঙ্কা ওই এলাকার নয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সাইকেল নিয়ে পার্কে এসেছিল রাজন। সঙ্গেই ছিল প্রিয়াঙ্কা। পার্কে তাদের দীর্ঘক্ষণ একসঙ্গে দেখা যায়। কিন্তু তারপরই ওই ঘটনার কথা কানে আসে তাঁদের।

স্থানীয়রা অনুমান করছেন, কোনওভাবে রেললাইনের ধারে এসেছিল দু’জন। ধাক্কা লাগে। আবার রাজনের সঙ্গে থাকা অনান্য বন্ধুদের বক্তব্য, পার্কে গল্প করার ফাঁকেই উঠে হাঁটাহাটি শুরু করে রাজন ও প্রিয়াঙ্কা। এরপর আপ কৃষ্ণনগর লোকার ঢোকার সময় একসঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দেয় তারা।

আরও পড়ুন: ঠিক এক দিন আগেই স্বামী ফোন করেছিলেন, অপ্রত্যাশিত বিপদ আঁচ করতে পেরেছিলেন স্ত্রী!

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রাজনের সাইকেল, প্রিয়াঙ্কার বইয়ের ব্যাগ। তাতে পাওয়া বই দেখে মনে করা হচ্ছে প্রিয়াঙ্কা দশম শ্রেণির ছাত্রী ছিল। তাদের মধ্যে কোনও সম্পর্ক ছিল কিনা, এটা আদৌ দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।