Sundarban: নদীতে তখন কাঁকড়া ধরতে মগ্ন ১৩ বছরের ছেলেটা, হঠাৎ জল থেকে উঠে পা কামড়ে ছিঁড়ে খেল কুমির
Sundarban: সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমার জিপ্লটের কাছে গোবদিয়া নদীতে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ১৩ বছরের নাবালকের নাম মানিক ভক্তা। সে স্থানীয় সত্যদাসপুরে থাকে। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।

সুন্দরবন: ‘জলে কুমির, ডাঙায় বাঘ…’ সুন্দরবন মানেই এই প্রচলিত কথা। হামেশাই শোনা যায় মৎস্যজীবীদের বাঘে খেয়ে ফেলেছে। আর এবার সেখান থেকে এল এই আবারও মর্মান্তিক খবর। নদীতে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরে টেনে নিয়ে গেল বছর তেরোর এক নাবালককে।
সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমার জিপ্লটের কাছে গোবদিয়া নদীতে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ১৩ বছরের নাবালকের নাম মানিক ভক্তা। সে স্থানীয় সত্যদাসপুরে থাকে। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।
এরপর গোবর্ধনপুর উপকূল থানার পুলিশকে সঙ্গে নিয়ে লঞ্চে করে নদীতে নিখোঁজ কিশোরের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়। যদিও সন্ধে পর্যন্ত নিখোঁজ তার কোনও খোঁজ মেলেনি। জানা গিয়েছে, আজ দুপুরে এক বন্ধুর সঙ্গে এদিন দুপুরে গোবদিয়া নদীতে দোন ফেলে কাঁকড়া ধরতে গিয়েছিল মানিক। চোখের সামনেই কিশোরকে টেনে নিয়ে যায় কুমিরে। মানিকের বন্ধুই গিয়ে খবর দেয় আশপাশের লোকজনকে। স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা চিৎকার শুনে পাড়ে যাই। তখন শুনতে পাই কুমিরে টেনে নিয়ে গিয়েছে ছেলেটাকে।”





