AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Drone in Gangasagar: কলকাতার পর গঙ্গাসাগরের আকাশে ড্রোন! কী হচ্ছে সবটা ‘ডিটেলে’ জানাল পুলিশ

Drone in Sundarban: পুলিশ সূত্রের খবর,গতকাল রাতে একসঙ্গে একাধিক বিমানের অবতরণ করার কথা ছিল কলকাতা বিমানবন্দরে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য এয়ার ট্রাফিক জ্যাম হয়ে যায়।

Drone in Gangasagar: কলকাতার পর গঙ্গাসাগরের আকাশে ড্রোন! কী হচ্ছে সবটা 'ডিটেলে' জানাল পুলিশ
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 22, 2025 | 9:53 AM
Share

ডায়মন্ড হারবার: কলকাতায় ড্রোন ওড়ার ঘটনার পরপরই বুধবার আবার রাতের অন্ধকারে দক্ষিণ ২৪ পরগনায় উড়তে দেখা গিয়েছিল ড্রোন। এরপরই জোর চাঞ্চল্য ছড়ায়। এত ড্রোন কোথা থেকে আসছে এই নিয়ে উঠতে থাকে একাধিক প্রশ্ন। বিষয়টিতে দ্রুত তদন্তে নামে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। এরপরই উঠে আসে আসল তথ্য।

পুলিশ সূত্রের খবর,গতকাল রাতে একসঙ্গে একাধিক বিমানের অবতরণ করার কথা ছিল কলকাতা বিমানবন্দরে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য এয়ার ট্রাফিক জ্যাম হয়ে যায়। সেই কারণে একাধিক বিমানকে সুন্দরবনের উপকূলের আকাশে খুব কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়। যা দূর থেকে একেবারেই ড্রোনের মত দেখতে মনে হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত, সোমবার রাতেই কলকাতা শহরের আকাশে একাধিক জায়গা থেকে অজানা উড়ন্ত বস্তুকে দেখা গিয়েছিল। রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরপর সাতখানা বস্তু উড়ছিল বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। সেগুলি ড্রোন ছিল কি না, তা খতিয়ে দেখা হয়। তার ঠিক পরপরই সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঝড়-বৃষ্টির মধ্যে ৫টি এমন উড়ন্ত বস্তু দেখতে পাওয়া গিয়েছে বলে জানা যায়। তারপরই সেগুলিকে ড্রোন বলে অনুমান করা হয়। ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে এই উড়ন্ত বস্তুকে দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। পরে যদিও জানা যায় আসল কারণ।