Suvendu Attacks Police: ‘কাঁথিতে থাকতে ভদ্রলোক ছিলেন, এখন তোলাবাজ’, পুলিশ সুপারদের বিরুদ্ধে আদালত অবমাননার হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Attacks Police: শুভেন্দু জানান, পুলিশ সুপার ধৃতিমান সরকার নাকি দাবি করেছেন, ডেকরেটার্স মঞ্চ খুলে নিয়ে গিয়েছে। সেটা 'মিথ্যা কথা' বলেই দাবি করেছেন বিরোধী দলনেতা।

Suvendu Attacks Police: 'কাঁথিতে থাকতে ভদ্রলোক ছিলেন, এখন তোলাবাজ', পুলিশ সুপারদের বিরুদ্ধে আদালত অবমাননার হুঁশিয়ারি শুভেন্দুর
পুলিশকে তোপ শুভেন্দুর
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2022 | 7:37 PM

ডায়মন্ড হারবার: পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ডায়মন্ড হারবারের হাই ভোল্টেজ সভা থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন তিনি। শনিবার তাঁর সভা শুরু আগে যে সব অভিযোগ উঠেছে, তার জন্য পুলিশকে নিশানা করলেন শুভেন্দু। দক্ষিণ ২৪ পরগনার দুই পুলিশ জেলার পুলিশ সুপারের নাম করে তোপ দেগেছেন এদিন। মঞ্চ থেকে শুভেন্দু স্পষ্ট বলেন, ‘আজ, কাল যা করেছেন, তার জন্য আদালত অবমাননার মামলা করব সোমবার।’ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে তোপ দেগে তিনি বলেন, ‘আপনাকেও ছাড় দেওয়া হবে না।’

প্রথম অভিযোগ, লাইট হাউস ময়দানে শুভেন্দুর সভাস্থলে প্য়ান্ডেল ভেঙে দেওয়া হয় রাতের অন্ধকারে। খুলে নেওয়া হয় ব্যানার, হোর্ডিং। দ্বিতীয় অভিযোগ, শনিবার সকালে জেলার বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা পথ আটকানোয় সভায় এসে পৌঁছতে পারেননি অন্তত ২০ হাজার কর্মী-সমর্থক। ২২০ টি বাস আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। সেই অভিযোগের কথা উল্লেখ করেই এদিন পুলিশের বিরুদ্ধে মামলা করার কথা বলেন বিজেপি বিধায়ক।

রাজ্য পুলিশের বিরুদ্ধে শুধু শুভেন্দু কেন, বিজেপি নেতারা বারবারই অভিযোগ তুলেছেন। বলেছেন, পুলিশ শাসকের দলদাসে পরিনত হয়েছে। সেই তত্ত্বের ব্যতিক্রম হয়নি এদিনও। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্য়ায় ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারের নাম নিয়ে আক্রমণ করেন শুভেন্দু। তিনি এও জানান, অভিযোগ পাওয়ার পর আইপিএস ভাস্কর মুখোপাধ্য়ায়কে ফোন করেছিলেন তিনি। কাঁথির প্রাক্তন এসডিপিও ভাস্কর মুখোপাধ্য়ায় একসময় ‘ভদ্রলোক’ ছিলেন বলে মন্তব্য করেন শুভেন্দু। তবে তাঁর দাবি,বর্ধমানে দায়িত্বে থাকার পর সেই ‘ভদ্রলোক’ অফিসার নাকি ‘তোলাবাজ’ হয়ে গিয়েছেন।

আর মঞ্চ ভাঙার বিষয়ে কী ব্যাখ্যা দিয়েছে পুলিশ? শুভেন্দু জানান, পুলিশ সুপার ধৃতিমান সরকার নাকি দাবি করেছেন, ডেকরেটার্স মঞ্চ খুলে নিয়ে গিয়েছে। সেটা ‘মিথ্যা কথা’ বলেই দাবি করেছেন বিরোধী দলনেতা। সে কারণেই আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেছেন তিনি। শুভেন্দু সুর চড়িয়ে বলেন, ‘যত গাড়ির কাঁচ ভেঙেছে, তার টাকা সরকারের কাছ থেকে আদায় করব। যতজন আহত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করব।’ তবে বিজেপি কর্মীদের সতর্ক করে বলেন, ‘আমাদের ওপর ভরসা রাখুন, আপনারা আইন হাতে তুলে নেবেন না।’