Baruipur: শ্মশানে শাশুড়ির শেষ কাজ করে বাড়ি ফেরার পরই হাড়হিম হয়ে গেল নিতাইয়ের
Baruipur: নিতাইবাবু বলেন, "আমরা বাড়িতে ছিলাম না। সেই সুযোগেই চুরি হয়েছে। ১১ সেট সোনার কানের দুল, দুটো সোনার চেন সহ লক্ষধিক টাকার সোনার গয়না উধাও। সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা খোয়া গিয়েছে।

বারুইপুর: শাশুড়ি মারা গিয়েছেন। তার কাজের জন্য শ্বশুরবাড়ি গিয়েছিলেন বারুইপুরের নতুনপাড়ার বাসিন্দা নিতাই মণ্ডল। তবে বাড়ি ফিরে এসে এই দেখেবেন ভাবেননি। মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি।
জানা যাচ্ছে, ঘরে কেউ না থাকার সুযোগে বাড়ির চারটি তালা ভাঙে দুষ্কৃতীরা। এরপর আলমারিতে রাখা নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। শাশুড়ির নিয়মভঙ্গের জন্য রাখা ছিল নগদ ৬০ হাজার টাকা। শনিবার বাড়িতে ফিরে মাথায় হাত নিতাইবাবুর। ঘরের সদর দরজার চারটি তালা ভাঙা। এমনকী,ভিতরে ঘরের দরজার লক ভেঙে আলমারি ও শোকেস লণ্ডভণ্ড করেছে দুষ্কৃতীরা।
নিতাইবাবু বলেন, “আমরা বাড়িতে ছিলাম না। সেই সুযোগেই চুরি হয়েছে। ১১ সেট সোনার কানের দুল, দুটো সোনার চেন সহ লক্ষধিক টাকার সোনার গয়না উধাও। সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা খোয়া গিয়েছে। আমি ঘটনাটি জানিয়ে বারুইপুর থানায় অভিযোগ করেছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।” বস্তুত, এই চুরির ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিক সময় কলকাতা হোক বা জেলা, গৃহকর্তার অবর্তমানে চুরি ঘটনা ঘটেছিল। আরও একবার তার পুনরাবৃত্তি।

