AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kultali: লোকালয়ের পাশেই ঘুরছে ডোরাকাটা, মিলেছে পায়ের ছাপ! ভয়ে কাঁটা কুলতলির বাসিন্দারা

Kultali: সন্ধ্যার মুখে বসানো হয় দু’টি খাঁচা। বাঘকে আকৃষ্ট করতে খাঁচার মধ্যে ছাগল রেখে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে রাতের অন্ধকারে বাঘটি যাতে কোনওভাবে লোকালয়ে এসে কোনও বাড়িতে হামলা করতে না পারে তার জন্য রাত প্রহরারও ব্যবস্থা করা হয়েছে বনদফতরের পক্ষ থেকে।

Kultali: লোকালয়ের পাশেই ঘুরছে ডোরাকাটা, মিলেছে পায়ের ছাপ! ভয়ে কাঁটা কুলতলির বাসিন্দারা
বাঘের আতঙ্ক কুলতলিতে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 14, 2025 | 9:02 PM
Share

কুলতলি: ফের বাঘের আতঙ্ক। ভয়ে কাঁটা কুলতলির বাসিন্দারা। শনিবার সকালে কুলতলি থানার দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দেউলবাড়ি গ্রামের বাসিন্দারা এলাকাতেই বাঘের পায়ের ছাপ দেখতে পান। তাতেই ব্য়াপক উত্তেজনা আশপাশের এলাকাতেও। গ্রামের লোকজনই বন দফতরে খবর দেন। সকালেই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে কুলতলি থানার পুলিশ ও রায়দিঘি রেঞ্জের অন্তর্গত বন দফতরের কুলতলি বিটের বনকর্মীরা। বাঘের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পাতা হয়েছে খাঁচা। 

গ্রামের মধ্যে ধান ক্ষেতের মধ্যে বাঘের পায়ের ছাপ মিলেছে বলে জানা যাচ্ছে। কোনওরকম দুর্ঘটনা এড়াতে বারে বারে মাইকিং করে সতর্ক করা হচ্ছে গ্রামবাসীদের। এরইমধ্যে কুই রেসপন্স টিমের সদস্যরা একটি ঝোপের মধ্যে বাঘের উপস্থিতি টের পান বলে জানা যায়। মুহূর্তেই সেই জায়গাটিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়। 

সন্ধ্যার মুখে বসানো হয় দু’টি খাঁচা। বাঘকে আকৃষ্ট করতে খাঁচার মধ্যে ছাগল রেখে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে রাতের অন্ধকারে বাঘটি যাতে কোনওভাবে লোকালয়ে এসে কোনও বাড়িতে হামলা করতে না পারে তার জন্য রাত প্রহরারও ব্যবস্থা করা হয়েছে বনদফতরের পক্ষ থেকে। কয়েক মাস আগেই ওড়িশার সিমলিপাল থেকে জঙ্গলমহলে চলে এসেছিল একটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘিনী জিনাতকে ধরতে রীতিমতো নাভিশ্বাস ওঠে বনকর্মীদের। দাপিয়ে বেড়ায় বাঁকুড়া, পুরুলিয়ার বনাঞ্চলে। তবে তার হাতে থেকে মুক্তি মিলতে না মিলতেই ফের বাঘের আতঙ্ক মাথাচাড়া দিয়েছিল ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। এবার কুলতলিতেও বাড়ছে বাঘের ভয়।