AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Royal Bengal Tiger: জঙ্গল থেকে বেরিয়ে নদীর পাড়ে বসে বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল দেখলেন পর্যটকরা

শীতের মরশুমে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনের জঙ্গলে। সজনেখালি, সুধন্যখালি,দোবাঁকি এলাকায় সুন্দরবন ভ্রমণে আসছেন।একই রকমভাবে ভিড় বাড়ছে বুড়ির ডাবরি, ঝিঙাখালির মতো জঙ্গল গুলিতে। শনিবার সেখানেই দেখা মিলল একটি বড়সড় রয়েল বেঙ্গল টাইগারের। মূলত রায়মঙ্গল নদীর পাড়ে জঙ্গল ঘেঁষে বাঘটি বসেছিল।

Royal Bengal Tiger: জঙ্গল থেকে বেরিয়ে নদীর পাড়ে বসে বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল দেখলেন পর্যটকরা
সুন্দরবনের জঙ্গলে বাঘ
| Edited By: | Updated on: Jan 06, 2024 | 11:41 PM
Share

সুন্দরবনের বুড়িরডাবরি জঙ্গলে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের।শনিবার পর্যটকদের একটি দল যখন নৌকা নিয়ে নদী পথে ওই এলাকায় দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় বাঘটিকে জঙ্গলের কাছে দেখতে পাওয়া যায়। নদীর পাড়ে বাঘকে দেখে ভীষণ খুশি পর্যটক দলটি।

শীতের মরশুমে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনের জঙ্গলে। সজনেখালি, সুধন্যখালি,দোবাঁকি এলাকায় সুন্দরবন ভ্রমণে আসছেন।একই রকমভাবে ভিড় বাড়ছে বুড়ির ডাবরি, ঝিঙাখালির মতো জঙ্গল গুলিতে। শনিবার সেখানেই দেখা মিলল একটি বড়সড় রয়েল বেঙ্গল টাইগারের। মূলত রায়মঙ্গল নদীর পাড়ে জঙ্গল ঘেঁষে বাঘটি বসেছিল।পর্যটকদের বোটের দেখা পাওয়ার পরেও জঙ্গলে ফিরে যায় বাঘটি। জঙ্গল থেকে বেরিয়ে নদীর ধারে মূলত রোদ পোহাতে রয়েল বেঙ্গল টাইগারটি এসেছিল বলে মত বন্যপ্রাণ বিশেষজ্ঞদের। পরে আরও কয়েকটি পর্যটকদের নৌকা সেখানে চলে আসায় জঙ্গলে পালিয়ে যায় বাঘটি।

তবে সুন্দরবন লাগোয়া এলাকায় গত কয়েক দিন বার বার দেখা মিলেছে বাঘের। দিন কয়েক আগেই সুন্দরবনের পেটকুলচাঁদ এলাকায় একটি বাঘের দেখা মিলেছিল। সে সময় গ্রামবাসীদের সতর্ক করেছিল পুলিশ প্রশাসন। এর দিন কয়েক আঘে পাথরপ্রতিমার লোকালয় এলাকায় ঢুকে পড়েছিল বাঘ। চাষের জমির পাশে বাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল ওই এলাকায়।