Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond Harbour: মহিলার পেট থেকে বেরোল ১৫ কেজির টিউমার, চোখ কপালে উঠল চিকিৎসকদের

Diamond Harbour: এদিকে এই হাসপাতালে এই ধরনের অপারেশন আগে কখনও হয়নি। তাই ঝুঁকি নিয়েও শেষ পর্যন্ত অপারেশন সফল হওয়ায় খুশি হাসপাতালের চিকিৎসকেরা।

Diamond Harbour: মহিলার পেট থেকে বেরোল ১৫ কেজির টিউমার, চোখ কপালে উঠল চিকিৎসকদের
চলছে অপারেশনImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 9:34 PM

ডায়মন্ড হারবার: বেশ কয়েক মাস ধরেই তীব্র পেটের যন্ত্রণায় ভুগছিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) গার্লসস্কুল রোডের বাসিন্দা সংযুক্তা কয়াল। ঘুরছিলেন ডাক্তারদের দুয়ারে দুয়ারে। কিন্তু, সমস্যা কোথায় ধরা পড়ছিল না কিছুতেই। কয়েকদিন আগে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই পরীক্ষার পর জানা যায় সংযুক্তা দেবীর পেটে রয়েছে এক বিশালাকার টিউমার। যা দেখে চোখ কপালে উঠে যায় খোদ চিকিৎসকদেরও। সাফ জানানো হয়, এই ধরনের অপারেশনে রয়েছে বেশ ঝুঁকি। তা জেনে চিন্তায় পড়ে যান তাঁর পরিবারের সদস্যরা। 

তবে হাসপাতালের গাইনোকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মানস সাহা এই অপারেশন করতে রাজি হয়ে যান। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়ে শুরু হয় অস্ত্রোপচার। অপারেশন শেষে ওই মহিলার পেট থেকে প্রায় ১৫ কেজি ওজনের একটি টিউমার বের হয়। যা দেখে হাঁ হয়ে গিয়েছেন সকলেই। এত বড় টিউমার কী করে হল, তা নিয়েও কী করে এতদিন স্বাভাবিক জীবনযাপন করলেন ওই মহিলা তাই ভাবছেন সকলে। 

এদিকে এই হাসপাতালে এই ধরনের অপারেশন আগে কখনও হয়নি। তাই ঝুঁকি নিয়েও শেষ পর্যন্ত অপারেশন সফল হওয়ায় খুশি হাসপাতালের চিকিৎসকেরা। ভাল আছেন সংযুক্তা দেবী। খুশি তাঁদের পরিবারের সদস্যরাও।