Canning: পুকুরে স্নানে নেমেছিল দু’জন, ছোট্ট তিথি আর মেঘার দেহ ভেসে উঠল
Canning: স্থানীয় সূত্রে খবর, মেঘা ও তিথি স্থানীয় 'ডাবু অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের' দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আজ অর্থাৎ বুধবার স্কুলে যওয়ার জন্য বাড়ির পুকুরে স্নান করতে নেমেছিল। সাঁতার না জানায় দু'জনই জলে তলিয়ে যায়।

ক্যানিং: বাড়ির লোক খেয়াল করেননি। দুই শিশু স্কুলে যাওয়ার আগে নেমেছিল পুকুরে। আর তখনই মর্মান্তিক ঘটনা। জলে ডুবে গেল দু’জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা পঞ্চায়েতের ডাবু গড়খালি জমাদার পাড়ায়। মৃত দুই শিশুর নাম মেঘা সর্দার (৯)ও তিথী সর্দার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মেঘা ও তিথি স্থানীয় ‘ডাবু অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের’ দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আজ অর্থাৎ বুধবার স্কুলে যওয়ার জন্য বাড়ির পুকুরে স্নান করতে নেমেছিল। সাঁতার না জানায় দু’জনই জলে তলিয়ে যায়। এই দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। বিস্তর খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে খোঁজ করেন। পরবর্তীতে জলে ডুবে থাকা দুই শিশুকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।
ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। গ্রামবাসী রহমান মণ্ডল বলেন, “ওরা কোনওভাবে স্নানে নেমেছিল। সেই সময় হঠাৎ করে তলিয়ে যায়। আদতে কী হয়েছে তা আমি দেখিনি।”





