বাসন্তীতে ‘গুলিবিদ্ধ’ তৃণমূল কর্মী
ভোট আবহে উত্তেজনা (West Bengal Assembly Election 2021) বাসন্তী (Basanti) থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তালদা গ্রামে।

দক্ষিণ ২৪ পরগনা: এলাকায় দলীয় বৈঠক করে বাইকে দাদাকে নিয়ে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। ভোট আবহে উত্তেজনা (West Bengal Assembly Election 2021) বাসন্তী (Basanti) থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তালদা গ্রামে। আক্রান্ত অনুপ হালদার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অনুপ হালদার ও তাঁর দাদা তারক রবিবার রাতে পাশের পাড়ায় দলীয় বৈঠকে গিয়েছিলেন। অভিযোগ, রাতে যখন বাইকে বাড়ি ফিরছিলেন, তখন দুষ্কতীরা তাঁদের পথ আটকানোর চেষ্টা করে। বিপদ বুঝে অনুপ জোরে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।
গুলি লাগে অনুপের পায়ে। বাইক থেকে পড়ে যান তাঁরা। এরপরই ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। আহত হন তাঁর দাদাও। সেই অবস্থায় কোনও রকমে বাইক তুলে বাড়িতে ফেরেন দু’জন। এরপর পরিবারের লোকজন ও দলীয় নেতৃত্ব রাতেই তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করান।
আরও পড়ুন: লড়াই শেষ! মৃত্যু হল নিমতার সেই ‘প্রহৃত’ বৃদ্ধার
এদিকে ঘটনার খবর পেয়েই এলাকায় যায় বাসন্তী থানার পুলিশ। গুলিবিদ্ধ তৃণমূল সদস্য দাবি করেছেন, এলাকার বিজেপির লোকজনই এই হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বাসন্তীর বিজেপি প্রার্থী রমেশ মাঝির দাবি, এটি নিতান্তই ব্যক্তিগত কারণে ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
