Bridge Collapse: ভরসন্ধ্যায় হঠাৎই খালের উপর ভেঙে পড়ল ব্রিজ, ঝড় বাদলের সময় নতুন বিপদে কয়েক হাজার মানুষ

Canning: এলাকার লোকজনের কথায়, সবসময়ই এই ব্রিজ ধরে লোকজন যাতায়াত করেন। কপাল ভাল, ঘটনার সময় কেউ ছিলেন না।

Bridge Collapse: ভরসন্ধ্যায় হঠাৎই খালের উপর ভেঙে পড়ল ব্রিজ, ঝড় বাদলের সময় নতুন বিপদে কয়েক হাজার মানুষ
এভাবেই ভেঙে পড়েছে ব্রিজ। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2022 | 2:42 PM

দক্ষিণ ২৪ পরগনা: দুর্যোগের সময়। এরইমধ্যে খালের উপর ব্রিজ ভেঙে পড়ায় নতুন করে বিপত্তিতে পড়ল ক্যানিং-১ ব্লকের নিকারিঘাটা গ্রামপঞ্চায়েতের শতাধিক পরিবার। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। এলাকার লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ব্রিজ বেহাল ছিল। কোনও রকম ব্যবস্থাই প্রশাসন নেয়নি। এরইমধ্যে সোমবার সন্ধ্যায় খালের উপর ভেঙে পড়ে কংক্রিটের ব্রিজ। ছোট নৌকায় এপার ওপার করছেন এলাকার মানুষ। কিন্তু বৃষ্টি হলে কী হবে তা ভেবেই কিনারা পাচ্ছেন না তাঁরা। স্থানীয়রা জানান, নিকারিঘাটায় ডাবু খাল। তার উপরেই এই কংক্রিটের ব্রিজ ছিল। বহুদিন হল ব্রিজের অবস্থা খুব খারাপ। কেউ সেদিকে নজরও দেয়নি। সোমবার হঠাৎই সন্ধ্যায় বিকট শব্দ শোনা যায়। খালের জলে বসে পড়ে ব্রিজের একটা অংশ।

এলাকার লোকজনের কথায়, সবসময়ই এই ব্রিজ ধরে লোকজন যাতায়াত করেন। কপাল ভাল, ঘটনার সময় কেউ ছিলেন না। না হলে বড় বিপদ হতে পারত। স্থানীয় ডাবু খালের উপর এই ব্রিজের একদিকে জয়রামখালি গ্রাম, অন্যদিকে ছোট দুমকি। সোমবার রাতে আচমকাই জয়রামখালি গ্রামের দিক থেকে ব্রিজটির অংশ ভেঙে পড়ে খালের জলে। এর জেরে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাজার হাজার মানুষ সমস্যায় পড়েছেন।

স্থানীয় বাসিন্দা পদ্ম সর্দার বলেন, “ব্রিজটা ভাঙাই ছিল। সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ সেটা পুরোপুরি বসে যায়। কপাল জোরে কেউ আহত হননি। তবে একটাই সমস্যা হল, এখন আর এই ব্রিজ ধরে কেউ যাতায়াত করতে পারবে না। এটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দিক প্রশাসন। নৌকা করে আপাতত পারাপার হচ্ছে। কিন্তু এখন তো ঝড় বাদলের সময়। নৌকায় পার হওয়া তো ঝুঁকির।”

একই বক্তব্য স্থানীয় বাসিন্দা আলেয়া ঢালিরও। তিনি বলেন, “ব্রিজটার অনেক দিন ধরেই এই অবস্থা। বাচ্চাদের যা অসুবিধা হবে কিছু বলার নেই। স্কুল তো দু’বছর লকডাউনের জন্য যেতে পারেনি। এখন স্কুল খুলেছে। কিন্তু ব্রিজ ভাঙা থাকলে ওরা যাবে কী করে। লোকজনের যাতায়াত, দোকানে যাওয়া, ওপারে বাজার সবকিছু।” ক্যানিং-১ ব্লকের বিডিও শুভঙ্কর দাস বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব কী হয়েছে।

আরও পড়ুন: Murshidabad Murder: ‘ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করত মেয়েকে’, আক্রোশ থেকেই বহরমপুরে কলেজ ছাত্রীকে কোপ বলছেন বাবা

আরও পড়ুন: Murshidabad Murder: দুপুরে রুমমেটদের বলেছিলেন শপিং মলে যাচ্ছেন, মেসের সামনেই গুলির পর কোপ ছাত্রীকে

আরও পড়ুন: স্লিভলেস নীল টপ ভাসছে রক্তে, মেসের সামনে পড়ে রয়েছেন তরুণী… ভরসন্ধ্যায় কলেজ ছাত্রীকে কুপিয়ে ‘খুন’