দক্ষিণ ২৪ পরগনা: স্ত্রী সন্তানের জন্ম দিয়েছে। খুশিতে ডগমগ বাবা বাইক হাঁকিয়ে ছেলেকে দেখতে যাচ্ছিলেন হাসপাতালে। এতটাই উন্মাদনা যে বাইকের গতিও ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছিল বলে অভিযোগ। তাতেই ঘটে যায় বিপত্তি। পরপর তিনটি বাইকে ধাক্কা মারে। এক বাইক আরোহীর গুরুতর আঘাত লাগে। উল্টে যান অভিযুক্ত যুবকও। দু’জনকেই ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় ক্যানিং থানার পুলিশ। সোমবার রাতে ক্যানিং থানার বাজার সংলগ্ন পেট্রোলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে। আটক ওই যুবকের নাম মণিকুল সাহা।
ক্যানিংয়ের তালদির বয়ারসিংয়ের বাসিন্দা মণিকুল সাহার স্ত্রীকে দিন দুই আগে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সন্তানসম্ভবা ছিলেন তিনি। সোমবারই পুত্রসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। ছেলে হয়েছে শুনে আনন্দে নাচতে শুরু করেন মণিকুল। এরপরই বাইক নিয়ে ছেলেকে দেখতে হাসপাতালের পথে রওনা দেন। মনিকুলের কথায়, “আমি বাইকে যাচ্ছিলাম। একটা গাড়ি উল্টোদিক থেকে আসছিল। আমার বাইকে ওই বাইকের হ্যান্ডেলটা লেগে যায়। তাতেই আমি আর টাল সামলাতে না পেরে পড়ে গেছি। আমার বউ ক্যানিংয়ে ভর্তি। বউকে দেখতে যাচ্ছিলাম।”
অন্যদিকে এই বাইকের ধাক্কায় যিনি জখম হন সেই ভোলানাথ দাসের ভাই পুলক দাস বলেন, “দাদা কারখানা থেকে বাড়ি ফিরছিল। আমাদের পেট্রোলপাম্পের সামনে ওই ছেলেটা গাড়ি নিয়ে আসছিল। খুব জোরে বাইক চালাচ্ছিল। আগে একজনকে ধাক্কা মারে। সে পড়ে যায়। আরও একজনকে ধাক্কা মারে। সেও উল্টে পড়ে। এরপর দাদাকে এসে মেরে দেয়। দাদার চোখের পাশে কেটে গেছে। আরও অনেক জায়গায় লেগেছে। ফুলে গেছে। হাসপাতালে ডাক্তারবাবু দেখলেন। ওষুধপত্র দিলেন। তবে সিটিস্ক্যান বোধহয় করতে হবে।”
আরও পড়ুন: Konnagar Municipality: তৃণমূল কাউন্সিলরের জামিন করিয়েছেন বিজেপির আইনজীবী, দল ধরাল শোকজ নোটিস