ISF-TMC: ভাঙড়ে আক্রান্ত টিভি নাইন বাংলা, ভাঙা হল সংবাদমাধ্যমের গাড়ি
Bhangar: আমি এখান থেকে ভাঙড় যাব। যতক্ষণ না দোষীরা গ্রেফতার হচ্ছে, আমি এখানেই থাকব, হুঁশিয়ারি দেন নওশাদ সিদ্দিকি।
শনিবার দুপুর থেকে হাতিশালা মোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পা ভাঙা চেয়ার। আরাবুল ইসলামের বক্তব্য, “আমাদের তিনে দলীয় কার্যালয় ভাঙা হয়েছে। শুধু ভাঙা হয়নি, জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা সকলে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছি। একেবারে শেষ সময়ে আমাদের কাছে খবর আসে। সঙ্গে সঙ্গে আসি। বেশ কিছুক্ষণ আমরা নওশাদ সিদ্দিকিকে আটকেও রাখি। পুলিশ গার্ড করে নওশাদ সিদ্দিকিকে বার করে। আমরা মনে করি নওশাদ সিদ্দিকি এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছেন।”
শনিবার আইএসএফের প্রতিষ্ঠাদিবস হিসাবে কলকাতার রানি রাসমণি রোডে অনুষ্ঠান ছিল। সেখান থেকে নওশাদ সিদ্দিকি বলেন, “২০০ ২৫০ কর্মী আক্রান্ত হয়েছেন। থানা কোনও পদক্ষেপ করেনি। আমার ভাইদের মারবে, আমি বসে থাকব। সেই রাজনীতি করিনি। আমি যেতেই ইট ছোড়া শুরু হল।” একইসঙ্গে ভাঙড়ের বিধায়ক বলেন, রাসমণি রোডে অনুষ্ঠানে আসার মুখে যে তাঁদের বাধার মুখে পড়তে হবে, আগাম আঁচ করে ডিজিকে মেইল করেন। নওশাদ বলেন, “নিরাপত্তার কথা বলেছি। আমি একজন বিধায়ক, আমার সঙ্গে এমন আচরণ করল। আমি এখান থেকে ভাঙড় যাব। যতক্ষণ না দোষীরা গ্রেফতার হচ্ছে, আমি এখানেই থাকব।”