বাড়ি বাড়ি যাচ্ছেন না বিএলওরা, অভিযোগ শুনে তৃণমূলের অরূপ বললেন…
এসএসআই-র জন্য গত ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসাররা(BLO)। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে, বাড়িতে না গিয়ে কোথাও বসে থেকে ফর্ম বিলি করছেন বিএলওরা। এমনকি, তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলির অভিযোগ উঠেছে। এমন হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিএলও-দের বাড়িতে না গিয়ে ফর্ম বিলির অভিযোগ নিয়ে এবার যুক্তি দিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বলেন, "অনেক বয়স্ক ব্যক্তি বিএলও-র দায়িত্ব পালন করছেন। অনেকে ভাল করে হাঁটতে পারেন না। হয়তো তাঁরা চারতলায় উঠতে পারেননি। সেজন্যই হয়তো টেকনিক্যালি অনুচিত হলেও এক জায়গায় থেকে ফর্ম দিয়েছেন। সেটা দেখতে হবে।" একইসঙ্গে তিনি বলেন, রাজ্যের অধিকাংশ মানুষ তৃণমূলকে সমর্থন করেন। বিএলও-রা তৃণমূলকে সমর্থন করতেই পারেন।
এসএসআই-র জন্য গত ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসাররা(BLO)। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে, বাড়িতে না গিয়ে কোথাও বসে থেকে ফর্ম বিলি করছেন বিএলওরা। এমনকি, তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলির অভিযোগ উঠেছে। এমন হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিএলও-দের বাড়িতে না গিয়ে ফর্ম বিলির অভিযোগ নিয়ে এবার যুক্তি দিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বলেন, “অনেক বয়স্ক ব্যক্তি বিএলও-র দায়িত্ব পালন করছেন। অনেকে ভাল করে হাঁটতে পারেন না। হয়তো তাঁরা চারতলায় উঠতে পারেননি। সেজন্যই হয়তো টেকনিক্যালি অনুচিত হলেও এক জায়গায় থেকে ফর্ম দিয়েছেন। সেটা দেখতে হবে।” একইসঙ্গে তিনি বলেন, রাজ্যের অধিকাংশ মানুষ তৃণমূলকে সমর্থন করেন। বিএলও-রা তৃণমূলকে সমর্থন করতেই পারেন।