Ram Navami: ‘ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে’, রামনবমী নিয়ে কড়া হুঁশিয়ারি সুকান্তর
Ram Navami: কোনও মতেই রাজ্যে রামনবমী যেন রুখে দেওয়া না হয়, সেই বিষয়েও নজর রাখার দায়িত্ব দলের নেতা-কর্মীদের হাতেই তুলে দিলেন তিনি। এমনকি, পুলিশও যদি বাঁধা দিতে আসে, তাহলে পাল্টা মোকাবিলা করতে হবে, বলে নির্দেশ সুকান্তের।

কলকাতা: প্রতিবারের মতোই রামনবমী ঘিরে আবার নতুন করে পারদ চড়ল বঙ্গ রাজনীতির। গতকাল ব্যারাকপুরে ট্রাফিক মোড় পথ অবরোধ করে সভা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে রামনবমী নিয়ে বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন তিনি।
কী বললেন সুকান্ত?
বিজেপি রাজ্য সভাপতির দাবি, ‘রামনবমী মিছিল ঘিরে কেউ অশান্তি করার চেষ্টা করলে, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে।’ কোনও মতেই রাজ্যে রামনবমী যেন রুখে দেওয়া না হয়, সেই বিষয়েও নজর রাখার দায়িত্ব দলের নেতা-কর্মীদের হাতেই তুলে দিলেন তিনি। এমনকি, পুলিশও যদি বাঁধা দিতে আসে, তাহলে পাল্টা মোকাবিলা করতে হবে, বলে নির্দেশ সুকান্তের।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এমন মন্তব্যের পরেই রামনবমী ঘিরে চড়েছে রাজনৈতিক পারদ। সরগরম বঙ্গের পরিস্থিতি। তবে এই আবহ নতুন নয়। ওয়াকিবহাল মহলের মতে, প্রতিবছরই রামনবমী ঘিরে যুযুধান হয়ে পড়ে শাসক-বিরোধী শিবির।
উল্লেখ্য়, এই রামনবমীর দিনেই আবার কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে আয়োজন হয়েছিল KKR বনাম LSG-এর IPL ম্যাচ। কিন্তু ইতিমধ্য়েই সিএবিকে এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। সেই চিঠিতে জানানো হয়েছে, রামনবমীর জন্য সেই দিন ‘ক্রিকেটের নন্দনকাননে’ IPL- এর ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। কারণ, একটা ম্যাচ আয়োজন করতে যে পর্যাপ্ত পুলিশবাহিনী ও নিরাপত্তা প্রয়োজন। তা একই দিনে দুই জায়গায় দেওয়া সম্ভব নয়।
এই ম্যাচ বাতিলকে অবশ্য ‘রাজনৈতিক’ আখ্য়ান দিয়েছেন সুকান্ত। রাজ্য সরকারের উপর ক্ষোভ উগড়ে তিনি বলেন, ‘এরা রামনবমী করতে পারে না, আর রামনবমী হলে বলে যে IPL হবে না। শুনলাম, কলকাতায় বাতিল হয়ে ওই ম্যাচটা গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে তো বিজেপির সরকার। হিমন্ত বিশ্ব শর্মা একইদিনে IPL ও রামনবমী করাতে পারলে, বাংলা কেন পারছে না?’





