Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্লু-ফিল্মে তৃণমূল উদয়ন গুহর ছবি ব্যবহারের হুমকি, পুলিসের দ্বারস্থ দিনহাটার বিধায়ক

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে কোচবিহার থানার পুলিস। উদয়ন গুহর অনুমান কোনও বড় চক্র এই প্রতারণার পিছনে কলকাঠি নাড়ছে।

ব্লু-ফিল্মে তৃণমূল উদয়ন গুহর ছবি ব্যবহারের হুমকি, পুলিসের দ্বারস্থ দিনহাটার বিধায়ক
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 3:33 PM

কোচবিহার: সাইবার অপরাধীদের জালে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। ভিডিয়ো কলের মাধ্যমে তাঁর ছবি সংগ্রহ করে ব্লু ফিল্ম তৈরির হুঁশিয়ারি দিচ্ছে দুষ্কৃতীরা। এই মর্মেই কোচবিহার থানায় অভিযোগ দায়ের করলেন উদয়ন।

সম্প্রতি কোচবিহার পুলিস এমন একটি প্রতারণা চক্রের হদিশ পেয়েছে। যেখানে ভিডিয়ো কলের মাধ্যমে ছবি সংগ্রহ করে বিকৃত ছবি ব্লু ফিল্মে ব্যবহার করে ব্যক্তিদের ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা। উদয়ন গুহ জানালেন, সেই প্রতারণা চক্রের শিকার হয়েছেন তিনি। শনিবার সাংবাদিকদের তিনি জানান, তাঁর কাছেও একটি ভিডিয়ো কল আসে। সেই ফোন ধরার পর থেকেই তাঁকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাঁর অভিযোগ, ছবি ভাইরাল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে টাকা পয়সা দাবি করে বারংবার এসএমএস আসছে তাঁর ফোনে।

আরও পড়ুন: সিএএ নিয়ে হঠাৎই সুর নরম শান্তনু ঠাকুরের! নেপথ্যে কি ‘গোপন বৈঠক’

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে কোচবিহার থানার পুলিস। উদয়ন গুহর অনুমান কোনও বড় চক্র এই প্রতারণার পিছনে কলকাঠি নাড়ছে। পুলিসেরও অনুমান রাজ্যের বাইরের কোনও প্রতারণা চক্র জালিয়াতি করছে। উদয়ন বাবু সংবাদ মাধ্যমের মাধ্যমে এই প্রতারণা চক্রের সম্পর্কে সকলকে সচেতন থাকতে আবেদন করেছেন। প্রসঙ্গত, কয়েক দিন আগেই দলের নেতৃত্বদের বিরুদ্ধে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন উদয়ন। তখন তাঁকেও ‘বেসুরো’ তকমা দিয়েছিলেন বিশ্লেষকরা। কিন্তু উদয়ন গুহ সাফ জানিয়েছিলেন, তিনি ‘বেসুরো’ নন। কেবলমাত্র সমস্যার কথা তুলে ধরছেন।