Bankura: রাতেই বন কর্মীদের পাতা জাল টপকে ছুট, রেডিও সিগন্যাল বলছে পুরুলিয়ার পর এবার বাঁকুড়ায় ঢুকে পড়েছে জিনাত
Bankura: জিনাত ধরতে বিগত কয়েকদিন ধরেই তুমুল চাপে রয়েছেন বন কর্মীরা। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্তও চেষ্টা চালিয়েছিলেন। শুক্রবার সকাল থেকেই মানবাজার দু'নম্বর ব্লকের ডাঁগরডি বিটের পাঁইসাগোড়া জঙ্গলে জাল পেতে বাঘিনীকে ঘিরে রাখে রাত পর্যন্ত। কিন্তু, শেষ পর্যন্ত জাল টপকে পালায় জিনাত।
বাঁকুড়া: গত কয়েকদিন ধরে পুরুলিয়া জেলায় বন দফতরকে নাকানি-চোবানি খাইয়ে এবার বাঁকুড়ায় ঢুকে পড়ল বাঘিনি জিনাত। এদিন সকালে পুরুলিয়ার সীমানায় থাকা বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের গোপালপুর জঙ্গলে জিনাতের রেডিও কলার সিগন্যাল পান বন কর্মীরা। মনে করা হচ্ছে, গতকাল পুরুলিয়ার ডাঙরডির জঙ্গল থেকে বাঘিনি গোপালপুরের জঙ্গলে এসে আত্মগোপন করেছে।
গোপালপুর জঙ্গলের অদূরেই রয়েছে কুমারী নদী। কুমারী নদী পার হলেই রানীবাঁধ ও ঝিলিমিলির জঙ্গল। বাঘের পক্ষে সাঁতার কেটে কুমারী নদী পার হওয়া তেমন কঠিন কাজ নয়। আশঙ্কা বাঘিনি সুযোগ পেলেই কুমারী নদী পেরিয়ে ঢুকে পড়তে পারে রানিবাঁধ ও ঝিলিমিলির জঙ্গলে। এই মূহুর্তে রেডিও কলার ট্র্যাকিং এন্টেনা নিয়ে বন কর্মীরা গোপালপুরের জঙ্গলে বাঘিনির সঠিক লোকেশান চিহ্নিত করার কাজ চালাচ্ছেন।
এই খবরটিও পড়ুন
জিনাত ধরতে বিগত কয়েকদিন ধরেই তুমুল চাপে রয়েছেন বন কর্মীরা। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্তও চেষ্টা চালিয়েছিলেন। শুক্রবার সকাল থেকেই মানবাজার দু’নম্বর ব্লকের ডাঁগরডি বিটের পাঁইসাগোড়া জঙ্গলে জাল পেতে বাঘিনীকে ঘিরে রাখে রাত পর্যন্ত। কিন্তু, শেষ পর্যন্ত জাল টপকে পালায় জিনাত। তারপরই সকাল থেকেই বাঘিনীর আতঙ্ক গ্রাস করেছে বাঁকুড়া জেলার রানিবাঁধ থানার গোপালপুর জঙ্গল লাগোয়া গ্রামে। সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় যাতে কেউ না যায় সে জন্য প্রচার চালানো হচ্ছে। ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না গ্রামবাসীরাও।