বোমা বিস্ফোরণ তৃণমূল নেতার বাড়িতে, অল্পের জন্য রক্ষা

 রবিবার সকালে, বোমার ভেঙে যাওয়া টুকরো উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনা তদন্ত করে দেখছে কালচিনি থানার পুলিশ।

বোমা বিস্ফোরণ তৃণমূল নেতার বাড়িতে, অল্পের জন্য রক্ষা
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Apr 04, 2021 | 4:57 PM

আলিপুরদুয়ার: চতুর্থ দফা ভোটের আগেই কালচিনিতে তৃণমূল (TMC) নেতা জ্যোতিষ রাভার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। শনিবার রাতে, বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী।

আক্রান্ত তৃণমূল (TMC) নেতা জ্যোতিষ রাহার অভিযোগ, শনিবার রাতে দলীয় কর্মসূচি সেরে ফেরার পর তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে কিছু দুষ্কৃতী। মূলত, তাঁকেই প্রাণে মারার চেষ্টা ছিল, অল্পের জন্য রক্ষা পান নেতা। বিজেপিরই দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ জ্যোতিষবাবুর।

যদিও তৃণমূলের (TMC) এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির (BJP)। বিজেপি নেতা কৃপাশঙ্কর জয়সওয়ালের দাবি, এ সবই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপি এই ধরনের কাজ করে না। রবিবার সকালে, বোমার ভেঙে যাওয়া টুকরো উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনা তদন্ত করে দেখছে কালচিনি থানার পুলিশ।

আরও পড়ুন: কৌশানি ছোট মেয়ের মতো, ওর যা মন চায় বলুক: মুকুল