AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: উত্তরবঙ্গে মাত্র ২টি আসন পাবে তৃণমূল?

North Bengal: বাংলা থেকে সাংসদের সংখ্যা কম হলেও মন্ত্রিসভায় বারবার বাংলাকে জায়গা দিয়েছে বিজেপি। ২০১৪-তে ক্ষমতায় আসার ২০১৬-তেই বাংলা থেকে মন্ত্রী পদ পান এসএস আলুওয়ালিয়া। কেন্দ্রের প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পান তিনি।

Explained: উত্তরবঙ্গে মাত্র ২টি আসন পাবে তৃণমূল?
| Edited By: | Updated on: May 22, 2025 | 8:18 AM
Share

রাজ্যের রাজধানী থেকে দূরত্ব অনেকটাই। ইতিহাস-ভূগোলেও অনেক তফাৎ। জীবিকা, কৃষিকাজ থেকে শুরু করে মাটি কিংবা গাছ- সবই উত্তরের একান্ত নিজস্ব। তাই সব রাজনৈতিক দলই উত্তরবঙ্গের দিকে আলাদা করে নজর দিয়ে থাকে। তৃণমূল জমানায়, বিশেষত রাজ্যে বিজেপির উত্থানপর্বের পর লড়াই শুরু হয়েছে- উত্তরের ক্ষমতা কার হাতে থাকবে। কখনও মন্ত্রী দেওয়ার হিড়িক তো কখনও অনন্ত মহারাজকে নিয়ে টানাপোড়েন। এরই মধ্যে বড় দাবি করে বসলেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক শুভেন্দুর ভবিষ্যদ্বাণী ২৬-এ উত্তরের আটটি জেলা মিলিয়ে নাকি মাত্র ২টো আসন পাবে তৃণমূল! ঠিক কী বললেন শুভেন্দু? সোমবার (১৯ মে), ঠিক যেদিন উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়, সেদিনই তিরঙ্গা যাত্রায় সামিল হতে শিলিগুড়ি পৌঁছলেন...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন