CPIM: মেটেলিতে শাসকদল ছেড়ে লাল ঝান্ডা ধরল ২০টি পরিবার

TMC: শাসকদল সমর্থক হিসাবে পরিচিত ২০টি পরিবারের সদস্যদের হাতে লাল ঝান্ডা তুলে দেন সিপিআইএমের মেটেলি এরিয়া কমিটির সম্পাদক শফিরুদ্দিন আহমেদ।

CPIM: মেটেলিতে শাসকদল ছেড়ে লাল ঝান্ডা ধরল ২০টি পরিবার
তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ ২০টি পরিবারের।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2023 | 1:33 AM

জলপাইগুড়ি: উলটপুরাণ! পঞ্চায়েত ভোটের মুখে শাসকদল, তৃণমূল ছেড়ে CPIM-এ যোগদান করল একসঙ্গে ২০টি পরিবার। রবিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকার এলাকায়। সিপিআইএম-এর একটি সভাতেই এলাকার ২০টি পরিবার তৃণমূল ছেড়ে লাল ঝান্ডা হাতে তুলে নেয়। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার জন্যই শাসকদল ছাড়লেন বলে জানিয়েছেন সিপিএমে যোগদানকারীরা।

এদিন মেটেলি ব্লকের মাথাচুলকার এলাকায় সিপিএমের একটি সভা হয়। সেই সভাতেই শাসকদল সমর্থক হিসাবে পরিচিত ২০টি পরিবারের সদস্যদের হাতে লাল ঝান্ডা তুলে দেন সিপিআইএমের মেটেলি এরিয়া কমিটির সম্পাদক শফিরুদ্দিন আহমেদ। এছাড়া এই যোগদান সভায় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার মেটেলি থানা সম্পাদক মোস্তাফিজুর রহমান, শঙ্কর বিশ্বাস, রুনু ওরাওঁ, আশিস রায়, হাফিজুল ইসলাম প্রমুখ নেতৃত্ব।

এদিন সিপিএমে যোগদানকারীরা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁরা বলেন, “এলাকায় তৃণমূল মানুষের উন্নয়ন করছে না। ১০০ দিনের কাজের টাকাও দেওয়া হচ্ছে না। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।” এলাকার উন্নয়নে সামিল হওয়ার আবেদন জানিয়ে তাঁদের সাদরে দলে গ্রহণ করেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব।

প্রসঙ্গত, এর আগে ডুয়ার্সের চা বলয়ে শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল। স্বাভাবিকভাবে ফের তৃণমূল ছেড়ে সিপিআইএমে একসঙ্গে ২০টি পরিবার যোগদান করায় এলাকায় বাম শিবিরের শক্তি বৃদ্ধি হল বলে সিপিএম নেতৃত্বের দাবি।