Balurghat: কম নম্বর পাওয়ার ভয়ে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্র, পরে দেখা গেল ৭০ শতাংশ নম্বর পেয়েছে সে
Balurghat: আয়ুশ পরীক্ষায় ৬০-৭০ শতাংশ নম্বর পেয়েছে। সোমবার তাদের খাতা দেখানোর কথা ছিল। কিন্তু কোনওভাবে সূত্র মারফত, সে নম্বর কম পাওয়ার ভুল তথ্য পেয়েছিল। বেশিরভাগ বিষয়েই ৭০ শতাংশের ওপর নম্বর পেয়েছে।

উত্তর দিনাজপুর: পরীক্ষা শেষ হয়েছে, খাত দেখানোর কথা ছিল। কোনওভাবে সে খবর পেয়েছিল, এবারের পরীক্ষায় কম নম্বর পাবে সে। বকা খেতে হবে বাড়িতে। সেই ভয়েই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্র। এদিকে পরে স্কুলে গিয়ে জানা গেল সত্তর শতাংশের কাছাকাছি নম্বর পেয়েছে ওই ছাত্র। ষষ্ঠ শ্রেণির ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য রায়গঞ্জে। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে পড়ত বছর বারোর বালক। দেহের পাশ থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। পরীক্ষায় কম নম্বর পেলে বকুনি খেতে হবে, সেই ভয় থেকেই সে এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আয়ুশ পরীক্ষায় ৬০-৭০ শতাংশ নম্বর পেয়েছে। সোমবার তাদের খাতা দেখানোর কথা ছিল। কিন্তু কোনওভাবে সূত্র মারফত, সে নম্বর কম পাওয়ার ভুল তথ্য পেয়েছিল। বেশিরভাগ বিষয়েই ৭০ শতাংশের ওপর নম্বর পেয়েছে। কিন্তু কোনওভাবে ভুল তথ্য পেয়ে মানসিক অবসাদে ভুগছিল। বাবা-মায়ের কাছে বকা খাওয়ার ভয় ছিল তার।
ঘটনার বাকরুদ্ধ রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই বিষয়ে অভিভাবকদের আরও বেশি সচেতন থাকা এবং সন্তানদের গতিবিধির উপর নজর দেওয়া খুব জরুরি বলে জানিয়েছেন তিনি। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই ছাত্রের বাবা-মা কথা বলার মতো পরিস্থিতিতে নেই।





