AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF News: BSF না থাকলে হয়ত এতক্ষণে….! এদের বিরাট বড় ‘প্ল্যান’ ভেস্তে দিলেন জওয়ানরা

BSF: এরপর হাকিমপুর সীমান্তের জওয়ানরা বিএসএফ জওয়ানরা অভিযুক্তদের পাকড়াও করে তুলে দেয় স্বরূপ নগর থানার পুলিশের কাছে। জানা যাচ্ছে, চারজন অভিযুক্ত হলেন মহম্মদ ইয়াকুব হোসেন, ফরহাদ হোসেন।

BSF News: BSF না থাকলে হয়ত এতক্ষণে....! এদের বিরাট বড় 'প্ল্যান' ভেস্তে দিলেন জওয়ানরা
এদর প্ল্যান ভেস্তে দিল বিএসএফImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2025 | 3:12 PM

স্বরূপপুর: চুপি-চুপি জঙ্গল দিয়ে ঢুকেছিল। ভেবেছিল কেউ টের টুকু পাবে না। কিন্তু বিএসএফ-এর নজর এড়াবে কীভাবে? কারণ, সীমান্তে কড়া প্রহরায় রয়েছেন তাঁরা। সেই কারণে বেআইনিভাবে ভারতে ঢোকার আগেই বিএসএফ-এর হাতে পাকড়াও চার বাংলাদেশি। অভিযুক্তদের তুলে দেওয়া হল পুলিশের হাতে।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধেবেলা অন্ধকারের সুযোগ নিয়ে তারা বেআইনিভাবে ভারতে ঢোকার চেষ্টা করে। সেই সময়ই নজর যায় জওয়ানদের। ধৃতদের আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় তারা। তখনই বুঝতে বাকি রইল না আসল ঘটনা।

এরপর হাকিমপুর সীমান্তের জওয়ানরা বিএসএফ জওয়ানরা অভিযুক্তদের পাকড়াও করে তুলে দেয় স্বরূপ নগর থানার পুলিশের কাছে। জানা যাচ্ছে, চারজন অভিযুক্ত হলেন মহম্মদ ইয়াকুব হোসেন, ফরহাদ হোসেন। এছাড়া রয়েছেন মহম্মদ কামরুল ইসলাম টাঙাইল ও মণির হোসেন। এদের মধ্যে ইয়াকুব ও ফরহাদ মাদারীপুর ও কামরুল আর মণির ঢাকার বাসিন্দা। পুলিশ ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে।