AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chopra: প্রবল কাজের চাপ! অসুস্থ আরও এক BLO, হাসপাতালে বসেই চলছে SIR প্রক্রিয়া

উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের জাগিরবস্তির ১৮৮ নম্বর বুথের বিএলও মুস্তাফা কামাল। তিনি জানান, ৯১৮টি ফর্ম বিলি করেছেন তিনি। টানা কয়েকদিন ধরে বাড়ি-বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হচ্ছে। তারপর রাত জেগে ফর্ম আপলোড করতে হয়।

Chopra: প্রবল কাজের চাপ! অসুস্থ আরও এক BLO, হাসপাতালে বসেই চলছে SIR প্রক্রিয়া
অসুস্থ বিএলওImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 22, 2025 | 7:02 PM
Share

চোপড়া: রাজ্যে তিন-তিনজন বিএলও-র (BLO) মৃত্যু। তারপর জেলাগুলি থেকে খবর আসছে বিএলওদের অসুস্থ হয়ে পড়ার। এবার সেই রকমই অভিযোগ উঠে এল উত্তর দিনাজপুরের চোপড়া থেকে। এসআইআর (SIR)-এর কাজ সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চোপড়া ব্লকের এক বুথ লেভেল অফিসার (বিএলও)। হাসপাতালের বেডে বসেই এনুমারেশন ফর্ম আপলোড করে চলেছেন তিনি।

উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের জাগিরবস্তির ১৮৮ নম্বর বুথের বিএলও মুস্তাফা কামাল। তিনি জানান, ৯১৮টি ফর্ম বিলি করেছেন তিনি। টানা কয়েকদিন ধরে বাড়ি-বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হচ্ছে। তারপর রাত জেগে ফর্ম আপলোড করতে হয়। অর্ধেকের বেশি কাজ গুটিয়ে ফেলা হয়েছে। কয়েকদিন থেকে দৌড়ঝাঁপ ও মানসিক চাপে শারীরিক অসুস্থতার বিষয়টি টের পেলেও পরোয়া করেননি তিনি। ফলে সমস্যা জটিল আকার নেয় বলে তাঁর দাবি।

ওই বিএলও-র দাবি, এদিন সকালে এমন অবস্থা একা উঠে বসার সাধ্য ছিল না তাঁর। বিএলও জানান, পা ফুলে যাওয়ায় হাঁটতে পারছিলেন না তিনি। বাধ্য হয়ে এদিন হাসপাতালে ভর্তি হন। এই অবস্থায় কীভাবে কাজ করছেন? উত্তরে মুস্তফা কামাল বলেন, “কী আর করা যাবে। দায়িত্ব সামলাতেই হবে। গতকাল পর্যন্ত যেটুকু ফর্ম জমা পড়েছে, সেটা ফেলে না রেখে আপলোড করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা সুপারভাইজারের নজরে অসুস্থতার ব্যাপারে জানানো হয়েছে।” উল্লেখ্য, মুস্তাফা কামাল একজন স্কুল শিক্ষক। এখানে উল্লেখ্য, এই রায়গঞ্জে গত বৃহস্পতিবার আরও এক বিএলও অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর ফের একবার অসুস্থতার খবর এলে প্রকাশ্যে।