উত্তর দিনাজপুর: হাঁসখালির ‘গণধর্ষণে’র রেশ এখন টাটকা। এক নাবালিকাকে গণধর্ষণ অতঃপর তার মৃত্যু ঘটনায় ফুঁটছে বাংলা। নাম জড়িয়েছে প্রভাবশালী তৃণমূল নেতার ছেলের। এবার তারই মাঝে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, রবিবার বিকেলে ওই যুবক ৮ বছরের বাচ্চা মেয়েটাকে দোকান থেকে বিস্কুট আনতে বলেছিল। নাবালিকা বিস্কুট নিয়ে ওই যুবকের বাড়ির সামনে গেলে তাকে কোলে তুলে ঘরে নিয়ে যায় ওই যুবক। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
শিশুটি চিৎকার করলে তার গলায় ছুরি রাখে ও গলা চিপে ধরে বলেও অভিযোগ। কাউকে কিছু জানালে তাকে প্রাণনাশেরও হুমকি দেয় বলে অভিযোগ। শিশুটির পরিবারের বয়ান অনুযায়ী, ওই যুবকের ঠাকুমা ঘরের দরজা খুলে ঢুকতেই উভয়কে প্রায় বিবস্ত্র অবস্থায় দেখতে পান। তখনই প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে যান। তখন পালিয়ে যায় অভিযুক্ত যুবক।
রায়গঞ্জ মহিলা থানার দ্বারস্থ হয় শিশুটির পরিবার। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়৷ শিশুটির শারীরিক পরীক্ষা করানোর ব্যবস্থা করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তের পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শিশুর পরিবারের এক সদস্য বলেন, “চকোলেট দিয়ে বাচ্চাটাকে ঘরে নিয়ে গিয়েছিল। ফাঁকা ঘরেই ওসব করছিল। তখন ছেলেটারই ঠাকুমা ঘরে ঢুকে যায়। ওদেরকে দেখতে পেয়ে যায়। আমরা অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানাচ্ছি।”
আরেক প্রতিবেশী বললেন, “ছেলেটা সারাদিন রাস্তায় ঘুরে বেড়াত। আমরা সেটাই দেখতাম। স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না।” এলাকায় এই ধরনের ঘটনা আগে ঘটেনি। ক্ষোভে ফুঁসছেন শিশুটির প্রতিবেশীরা।
আরও পড়ুন: ‘দেবাংশুকে তৃণমূলে এনেছি’, বলেই বিপাকে ‘তৃণমূলের মিডিয়া মুখপাত্র’