‘অনেক মহিলার সঙ্গে সহবাস করেছেন আমার স্বামী’, ফেসবুকে ভেঙে পড়লেন বিজেপি প্রার্থীর স্ত্রী

ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) কালিয়াগঞ্জের (Kaliaganj) বিজেপি প্রার্থী সৌমেন রায়ের (Soumen Roy) বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর স্ত্রী।

'অনেক মহিলার সঙ্গে সহবাস করেছেন আমার স্বামী', ফেসবুকে ভেঙে পড়লেন বিজেপি প্রার্থীর স্ত্রী
ডান দিকে- সৌমেন রায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2021 | 6:07 PM

উত্তর দিনাজপুর: ‘আমার স্বামীর সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে।’ এবার বিজেপি প্রার্থী বিরুদ্ধে সরব খোদ তাঁর স্ত্রী। তাও আবার সামাজিক মাধ্যমে। গেরুয়া শিবিরের প্রার্থী নিয়ে রাজ্যের একাধিক জায়গা থেকে অসন্তোষের খবর আসছে। তারই মধ্যে ব্যতিক্রমী ঘটনা এবার উত্তর দিনাজপুুরের (North Dinajpur) কালিয়াগঞ্জে (Kaliaganj)। কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের (Soumen Roy) বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর স্ত্রী। ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) চড়ছে উত্তাপ।

ফালাকাটার বাসিন্দা কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে একাধিক মহিলাদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং আর্থিক প্রতারণার অভিযোগ তুলে ফেসবুকে সরব হয়েছেন তাঁর স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই এই ভিডিয়ো ভাইরাল কালিয়াগঞ্জে।

প্রার্থী তালিকা প্রকাশের পর প্রথমে সৌমেন রায়ের পরিচয় নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। স্বয়ং জেলা সভাপতির কাছেও যখন সৌমেন রায় অচেনা মুখ, তখনই সৌমেনের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা এবং একাধিক মহিলাদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের দাবিতে স্যোশাল মিডিয়ায় সরব হন একজন মহিলা। ভিডিয়ো ওই মহিলা নিজেকে সৌমেন রায়ের স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। যা ঘিরে এখন তীব্র চাঞ্চল্য।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, সর্বরি সিনহা রায় নামে ওই মহিলা নিজেকে বিজেপি প্রার্থী সৌমেন রায়ের স্ত্রী বলে পরিচয় দেন। সৌমেন তাঁর ওপর শারিরীক ও মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ করতে থাকেন। পাশাপাশি কন্যা সন্তান হওয়ায় মেয়ে ও স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে সৌমেন থাকছেন বলেও অভিযোগ করেন।

পেশায় শিক্ষক বিজেপি প্রার্থী সৌমেন রায় ইতিপূর্বে আলিপুরদুয়ারের ফালাকাটার একাধিক যুবককে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন বলেও ওই মহিলা দাবি করেন। TV9 বাংলা এই ভিডিয়োয় মহিলা যা অভিযোগ করেছেন, তার সত্যতা যাচাই করেনি। সৌমেন রায় এবারের বিধানসভায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপির প্রার্থী। এ বিষয়ে ফোনে সৌমেন রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি। বিষয়টি এড়িয়ে গিয়েছেন।

আরও পড়ুন: সরকারি চাকরিতে মেয়েদের সংরক্ষণ, বিজেপির ইস্তেহার থাকছে আর কী কী প্রতিশ্রুতি?

এই বিষয়ে কালিয়াগঞ্জের বিদায়ী বিধায়ক তথা এবারের তৃনমুল প্রার্থী তপন দেবসিংহ বলেন, “বিজেপি কাকে প্রার্থী করবে না করবে তাদের ব্যাপার। আমরা উন্নয়নকে হাতিয়ার করে নেমেছি, খেলায় আমরা জিতবই।” তবে এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই জেলা বিজেপি নেতৃত্ব যথেষ্টই অস্বস্তিতে। কোনই মন্তব্য করতে চাননি তাঁরা।