BJP: বিজেপি নেতার বাড়িতে হামলা, মারের হাত থেকে রক্ষা পেলেন না মা, বাবাও

Balurghat: বিজেপি এই ঘটনায় রাজনীতি দেখতে পেলেও তৃণমূলের দাবি পারিবারিক বিবাদ এটি।

BJP: বিজেপি নেতার বাড়িতে হামলা, মারের হাত থেকে রক্ষা পেলেন না মা, বাবাও
বিজেপি নেতার বাড়িতে পুলিশ।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2023 | 6:30 PM

বালুরঘাট: মধ্যরাতে বিজেপির (BJP) বুথ সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। এমনকী ওই বুথ সভাপতিকে মারধরও করা হয় বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনি এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, বুথ সভাপতি বিকাশ সরকারের পাশাপাশি তাঁর মায়ের গায়েও হাত তোলে দুষ্কৃতীরা। একইসঙ্গে বাড়িতে থাকা ২০ হাজার টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। বিজেপির বুথ সভাপতির বাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের স্থানীয় দুই কর্মীর দিকে। বালুরঘাট থানায় মোট তিনজনের নামে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। শুক্রবার ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও তৃণমূলের দাবি, এর মধ্যে রাজনীতির কোনও প্রশ্নই নেই। পারিবারিক সমস্যাকে রাজনীতির রং দেওয়া হচ্ছে।

বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা ২৪ নম্বর পার্টের বুথ সভাপতি বিকাশ সরকার। অভিযোগ, এলাকার একজনের সঙ্গে বৃহস্পতিবার তাঁর বচসা হয়। অভিযোগ, মাঝরাতে ওই যুবকের দুই মামা বিকাশদের বাড়িতে চড়াও হন। বাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় বিকাশ ও তাঁর মা প্রতিমা সরকারকে। মোটর বাইক, টোটো-সহ ঘরের ভিতরের ভাঙচুর চলে বলে অভিযোগ। ২০ হাজার টাকা ও সোনার হারও চুরি হয়। বিকাশদের অভিযোগ, বিজেপি করার জন্যই এই হামলার শিকার হতে হয়েছে।

বুথ সভাপতি বিকাশ সরকার বলেন, “রাজনৈতিক দল নিয়েই বৃহস্পতিবার বচসা হয়েছিল। এরপর রাতে বাড়ি ভাঙচুর করা হয়। বাধা দিতে এলে মা, বাবাকেও মারে। মায়ের গলায় সোনার হার ছিল। কেড়ে নিয়ে নেয়। শুধুমাত্র বিজেপি করার জন্য মারধর করা হয়েছে। যারা মারধর করেছে তারা সকলেই তৃণমূল কর্মী।”

যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানিয়েছেন, এই বিষয়টি সম্পূর্ণ পারিবারিক ঘটনা। এখানে রাজনীতির কোনও বিষয় নেই। বিজেপি অহেতুক এর সঙ্গে তৃণমূলের নাম যোগ করতে চাইছে।