হেরোইনের নেশায় বুঁদ ‘পাড়ার দাদারা’, প্রতিবাদ করায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক

চলে অকথ্য মার। ফাটিয়ে দেওয়া হয় রাকেশের মাথা। তাঁর বাঁ চোখেও গুরুতর আঘাত লাগে। চিৎকার শুনে বেরিয়ে আসেন এলাকার মানুষ।

হেরোইনের নেশায় বুঁদ ‘পাড়ার দাদারা’, প্রতিবাদ করায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Feb 19, 2021 | 11:13 PM

পূর্ব বর্ধমান: সন্ধ্যায় মাঠে বসেই হেরোইনের নেশা (Intoxicating) করছিলেন একদল যুবক। চোখের সামনে ‘পাড়ার দাদা’দের নেশা করতে দেখে প্রতিবাদ করতে গিয়েছিলেন পাড়ারই ছেলে রাকেশ ঘোষ। বদলে জুটল অকথ্য মার। ফাটিয়ে দেওয়া হল রাকেশের মাথা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কালনার বারুই পাড়া।

আরও পড়ুন: ঘুড়ি ওড়ানোর নামে বেরিয়েছিল শিশুটি, পাঁচদিন পর মিলল মৃতদেহ

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় খেলার মাঠে বসে মাদক সেবন (Intoxicating) করছিলেন পাড়ার কয়েকজন যুবক। রাকেশ তাঁদের বারণ করতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন ওই যুবকের দল। সেখান থেকে কোনওরকমে পালিয়ে আসার চেষ্টা করেন রাকেশ। কিন্তু, ওই যুবকের দল তাঁকে ধরে ফেলে। চলে অকথ্য মার। ফাটিয়ে দেওয়া হয় রাকেশের মাথা। তাঁর বাঁ চোখেও গুরুতর আঘাত লাগে। চিৎকার শুনে বেরিয়ে আসেন এলাকার মানুষ। তাঁরাই রাকেশকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে।

আরও পড়ুন: বাগদেবীর আরাধনায় উত্তাল নাচ, যুগলের অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল হতেই বিতর্কে বালুরঘাট কলেজ

জানা গিয়েছে, কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চলছে রাকেশের চিকিৎসা। তাঁর অবস্থা স্থিতিশীল। অভিযুক্তদের ধরা যায়নি। রাকেশের পরিবারের তরফে কালনা থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।