সংশোধনাগারের রান্নাঘরে বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্যে রানাঘাটে

বারবার বন্দিদের এহেন মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্নের মুখে সংশোধনাগার কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে বন্দিদের নিরাপত্তা নিয়েও। রাজুর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে রানাঘাট থানার পুলিশ।

সংশোধনাগারের রান্নাঘরে বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্যে রানাঘাটে
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Mar 13, 2021 | 1:22 PM

নদিয়া: ফের ঝুলন্ত দেহ (Hanging Body) আবিষ্কার সংশোধনাগারে (reformatory)। শনিবার সকালে, রানাঘাটের উপ-সংশোধনাগারের রান্নাঘর থেকে উদ্ধার হয় এক বন্দির (Prisoner) ঝুলন্ত মৃতদেহ।

সংশোধনাগার সূত্রে খবর, রাজু বিশ্বাস নামে মৃত ওই বন্দি (prisoner) নদিয়ার হাসখালি থানার পিপুল বেড়িয়া এলাকার বাসিন্দা। গত ছয় মাস আগে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে রাজু গ্রেফতার হন। তারপর থেকে রানাঘাটের উপ-সংশোধনাগারে বিচারাধীন বন্দি হিসেবে তাঁর ঠিকানা হয়।

শুক্রবার রাতে, রাজু সংশোধনাগারের (reformatory) রান্নাঘরের এগজর্স্ট ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ (Suicide) করেন। বন্দির পরিবারের অভিযোগ, জামিন না মেলায় মানসিক ভাবে অবসাদগ্রস্ত ছিলেন রাজু। সেই অবসাদ থেকেই এই পদক্ষেপ করেছেন কি না ওই বন্দি তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, মাস দুয়েক আগে করিমপুরের তেহট্টের উপ-সংশোধনাগারের reformatory শৌচালয়ে গলায় দড়ি দিয়ে ‘আত্মঘাতী’ হন এক বন্দি। তিনিও ধর্ষণের মামলায় অভিযুক্ত ছিলেন। বারবার বন্দিদের এহেন মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্নের মুখে সংশোধনাগার কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে বন্দিদের নিরাপত্তা নিয়েও। রাজুর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে রানাঘাট থানার পুলিশ।

আরও পড়ুন: মন্দিরে জল খেতে ঢোকার ‘অপরাধে’ কিশোরকে বেধড়ক মার, ভাইরাল ভিডিয়ো দেখেই গ্রেফতার অভিযুক্ত