AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বনগাঁ সীমান্তে উদ্ধার প্রায় ৪০ লাখ টাকার ৭ টি সোনার বিস্কুট

বিস্কুট গুলির আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

বনগাঁ সীমান্তে উদ্ধার প্রায় ৪০ লাখ টাকার ৭ টি সোনার বিস্কুট
সীমান্তে সোনা পাচার
| Updated on: Feb 04, 2021 | 10:04 PM
Share

উত্তর ২৪ পরগনা: বনগাঁ সীমান্তে ঘুনার মাঠে ৭ টি চোরাই সোনার বিস্কুট উদ্ধার করেন বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। বৃহস্পতিবার বিকেলে টহল দিতে চোরাই সোনা (Gold Biscuit) উদ্ধার করেন জওয়ানরা।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে টহল দিতে গিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের আশেপাশে ঘোরাফেরা করতে দেখেন জওয়ানরা। শুধু তাই নয়, তারা প্যাকেটে মুড়ে কিছু জিনিস কাঁটাতারের এপার থেকে ওপারে ছুড়ে দেয়। চোরাকারবারিদের ধরতে তখনই তাড়া করেন জওয়ানরা। কিন্তু, তারা পালিয়ে যায়। উদ্ধার হয় প্লাস্টিকের প্যাকেটে মোড়া ৭ টি সোনার বিস্কুট (Gold Biscuit)।

আরও পড়ুন : TV9 বাংলার খবরের জের: ভাঙড়ে ‘মাটি মাফিয়াদের ডেরায়’ হানা পুলিশের, গ্রেফতার ১৩

বিস্কুট গুলির আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি (Gold Biscuit) শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। কোথা থেকে, কাদের জন্য ওই সোনা আনা হচ্ছিল তার তদন্তে নেমেছে পুলিশ।

প্রসঙ্গত, সীমান্তে সোনা পাচার নতুন নয়। পুলিশ এবং বিএসএফ সূত্রের খবর, গত এক বছরে বনগাঁ সীমান্তে প্রায় ১৫ কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার হয়েছে।

ঘুনার মাঠের ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।