AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দাদুর জমি নিয়ে বিবাদ, বাঁশ দিয়ে পিসির মাথা ফাটাল যুবক

কিছুদিন আগে সরকারি আবাস যোজনার দৌলতে একটি ঘর পেয়েছেন মোসলেমা। কিন্তু মোসলেমার ভাইপো মেহবুব গোলদার ও তাঁর মা মাহফুজা বিবি তাঁকে ওই জমিতে ঘর করতে দেননি।

দাদুর জমি নিয়ে বিবাদ, বাঁশ দিয়ে পিসির মাথা ফাটাল যুবক
প্রতীকী ছবি
| Updated on: Mar 13, 2021 | 8:10 PM
Share

উত্তর ২৪ পরগনা: জমি নিয়ে বিবাদের জেরে বাঁশ দিয়ে মেরে পিসির মাথা ফাটাল (Beaten blue) ভাইপো। ঘটনায় তীব্র উত্তেজনা দেগঙ্গার ( Deganga)  বেলপুরে। আহত মোসলেমা বিবি ও তাঁর দুই ছেলের অভিযোগ, পৈতৃক জমি নিয়ে বহুদিন থেকেই ভাইয়ের পরিবারের সঙ্গে বিবাদ। মোসলেমার দাদা ও স্বামী মারা যাওয়ার পরেও সেই বিবাদ মেটেনি।

বাবার দেওয়া প্রায় দেড় কাঠা জমিতে দিনমজুরি করে দুই ছেলেকে নিয়ে থাকেন মোসলেমা। কিছুদিন আগে সরকারি আবাস যোজনার (Abas Jojana) দৌলতে একটি ঘর পেয়েছেন মোসলেমা। কিন্তু মোসলেমার ভাইপো মেহবুব গোলদার ও তাঁর মা মাহফুজা বিবি তাঁকে ওই জমিতে ঘর করতে দেননি। এই নিয়ে বিবাদ চলছিলই।

শনিবার সকালে, ঘর তৈরি নিয়ে ফের অশান্তি শুরু হয়। সেই সময়, ভাইপোর জমিতে পড়ে থাকা মোসলেমার বাঁশঝাড়ের কিছু বাঁশ লোক দিয়ে কাটাচ্ছিলেন তিনি। তখনই ভাইপো মেহবুব ও তাঁর মা মাহফুজা ওই কাটা বাঁশ দিয়েই মোসলেমা বিবিকে এলোপাথাড়ি মারতে থাকেন। মারের চোটে মোসলেমার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান মোসলেমা বিবি।

আরও পড়ুন: চাকরির দাবিতে মাকে ‘শ্বাসরোধ করে খুন’, কাঠগড়ায় ছেলে-বৌ

প্রতিবেশীরা ছুটে এসে মোসলেমাকে উদ্ধার করে বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করেন। মোসলেমার অবস্থার অবনতি হলে তাঁকে বারাসাত হাসপাতালে পাঠানো হয়। আক্রান্তের বোন নুর সেলিমা বিবি মেহবুব ও মাহফুজার নামে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। পারিবারিক বয়ানের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত করে দেখছে দেগঙ্গা থানার পুলিশ।