চাকরির দাবিতে মাকে ‘শ্বাসরোধ করে খুন’, কাঠগড়ায় ছেলে-বৌ
নিজের মায়ের উপর শারীরিক নির্যাতন করতেও কসুর করতেন না তাঁরা। কাজ না পাওয়াতেই, মিনুকে শ্বাসরোধ করে খুন করে ঘরের সিলিং থেকে ঝুলিয়ে দেন ডেভিড ও তাঁর স্ত্রী।
নদিয়া: চাকরির দাবিতে নিজের মায়ের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের (Murder) অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়ার খালপাড়া এলাকায়। বছর পঞ্চান্নর মৃত মিনু বিশ্বাস চাপড়া ব্লকের লেখ্য কার্যালয়ের (Block and Records Office) চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন। শনিবার সকালে, স্থানীয়রা মিনুদেবীর বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ (Hanging body) আবিষ্কার করেন।
মৃতার দাদার অভিযোগ, মিনুদেবীর ছেলে ডেভিড বিশ্বাস ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে মায়ের চাকরিটি আত্মসাৎ করতে চাইছিলেন এবং সে জন্য চাপ দিচ্ছিলেন। এর জেরে, মায়ের উপর শারীরিক নির্যাতন করতেও কসুর করেননি ‘গুণধর’ ছেলে, এমনটাই অভিযোগ। মায়ের চাকরি কব্জা করতে না পারাতেই শ্বাসরোধ করে খুন করে ঘরের সিলিং থেকে ঝুলিয়ে দেয় ডেভিড ও তাঁর স্ত্রী। স্থানীয়রাই প্রথমে মিনুর মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় চাপড়া থানায়।
পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার ছেলে ও স্ত্রীয়ের বিরুদ্ধে চাপড়া খানায় অভিযোগ দায়ের করেছেন মিনুদেবীর দাদা। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।
আরও পড়ুন: সংশোধনাগারের রান্নাঘরে বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্যে রানাঘাটে