Lagnajita Chakraborty: ঠিক কী ঘটেছিল লগ্নজিতার অনুষ্ঠানে?
Lagnajita Chakraborty News: পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত এসপি মিতুন দে বলছেন, “ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা অভিযোগ পাওয়ার পরেই সার্চ অপারেশন শুরু করেছিলাম। মূল অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি। ওকে কোর্টে তুলে নিয়ম মেনে পুলিশ হেফাজত চাইব।”
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীতে গান গাওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ। ‘জাগো মা’ গান গাইতে গেলে তাঁকে স্টেজে উঠে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত মেহেবুব মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোরও চলছে। সিনেপাড়াতেও সুর চড়াচ্ছেন কলাকুশলীরা। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত এসপি মিতুন দে বলছেন, “ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা অভিযোগ পাওয়ার পরেই সার্চ অপারেশন শুরু করেছিলাম। মূল অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি। ওকে কোর্টে তুলে নিয়ম মেনে পুলিশ হেফাজত চাইব।” অন্যদিকে ভগবানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
