AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Earthquake: ১ ঘণ্টার মধ্যেই দু’বার জোরাল ভূমিকম্প, বদলে যাবে দেশের মানচিত্রই?

Earthquake: প্রথম ভূমিকম্পের ধাক্কা সামাল দেওয়ার আগেই এক ঘণ্টার মধ্যে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, আগের ভূমিকম্পটির আশেপাশেই দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল ছিল।

Earthquake: ১ ঘণ্টার মধ্যেই দু'বার জোরাল ভূমিকম্প, বদলে যাবে দেশের মানচিত্রই?
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Nov 11, 2024 | 6:39 AM
Share

হাভানা: পরপর দুইবার ভূমিকম্প। তাও আবার এক ঘণ্টার মধ্যেই। শক্তিশালী ভূমিকম্পের ধাক্কাতেই আতঙ্ক কিউবায়। রবিবার অল্প সময়ের ব্যবধানেই দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভব হয় দক্ষিণ কিউবায়। এখনও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে জোরাল ভূমিকম্পের জেরে ব্য়াপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। বদলে যেতে পারে দেশের মানচিত্রই।

জানা গিয়েছে, রবিবার কিউবায় প্রথম যে ভূমিকম্পটি অনুভূত হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৯। গ্রানমা প্রদেশের বার্তোলোম মাসো উপকূল থেকে ২৫ মাইল দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

প্রথম ভূমিকম্পের ধাক্কা সামাল দেওয়ার আগেই এক ঘণ্টার মধ্যে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, আগের ভূমিকম্পটির আশেপাশেই দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল ছিল।

কিউবা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পে এখনও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। পরপর জোরাল ভূমিকম্পে থরথরিয়ে কেঁপেছে গোটা দ্বীপরাষ্ট্রই। বাসিন্দারাও জানিয়েছেন যে যখন ভূমিকম্প অনুভূত হয়, তখন মাটিতে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। সমস্ত কিছু ভেঙে পড়ছিল, পায়ের নীচের মাটি যেন কেউ কেড়ে নিচ্ছিল।