AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রিখটার স্কেলে মাত্রা ৬.৮, সাতসকালে ভূমিকম্পে দুলে উঠল ‘সূর্যোদয়ের দেশ’

এর আগে গত মার্চে তীব্র ভূমিকম্প হয় জাপানে (Japan)।

রিখটার স্কেলে মাত্রা ৬.৮, সাতসকালে ভূমিকম্পে দুলে উঠল 'সূর্যোদয়ের দেশ'
প্রতীকী ছবি।
| Updated on: May 01, 2021 | 8:32 AM
Share

জাপান: ভূমিকম্পে দুলে জাপান। শনিবার সকালে সে দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৮। জাপানের উত্তর পূর্বের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। তবে এতটা তীব্র ভূমিকম্প হলেও এখনও সুনামির কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।

দ্য ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, শনিবার ভোরের দিকে রাজধানী টোকিয়োর উত্তরে অবস্থিত ইশিনোমাকির মিয়াগি উপকূলে এই কম্পন হয়। এখান থেকে ফুকুশিমা দায়চি নিউক্লিয়ার প্ল্যান্ট খুব একটা দূরে নয়। সে কারণেই এই ভূমিকম্প আতঙ্ক বাড়িয়েছে।

 আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে আপনার নাম শোনা যাচ্ছে’, প্রশ্ন শুনে ‘ভাবলেশহীন’ দিলীপ কী জবাব দিলেন

আরও পড়ুন: দুর্যোগের রাতে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী, বাড়ির সামনেই ঘিরে ধরল তিনজন, চলল গুলি

ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। গত মার্চে তীব্র ভূমিকম্প হয় জাপানে। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৭.২। সেই কম্পনের জেরে সুনামি পরিস্থিতি তৈরি হয় সেখানে। এর আগে ফেব্রুয়ারিতেও মিয়াগিতে শক্তিশালী ভূমিকম্প হয়। তাতে গুরুতর আহত হয়েছিলেন বেশ কয়েকজন।