Avalanche: জীবনীশক্তি-বর্ধক ভেষজ আনতে গিয়ে নেপালে তুষারধসে নিখোঁজ ৬, উদ্ধার ৩ দেহ

ভেষজ হিসাবে ব্যবহৃত হয় ইয়ার্শাগুম্বা নামক পতঙ্গটি। শুঁয়োপোকার মতো দেখতে এই পতঙ্গটি জীবনীশক্তি এবং যৌন শক্তি বৃদ্ধি করার ক্ষমতা রাখে বলে মনে করা হয়।

Avalanche: জীবনীশক্তি-বর্ধক ভেষজ আনতে গিয়ে নেপালে তুষারধসে নিখোঁজ ৬, উদ্ধার ৩ দেহ
হিমালয়ায় ভেষজ আনতে গিয়ে তুষারধসের কবলে।
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 11:57 PM

কাঠমাণ্ডু: হিমালয়ের (Himalaya) গা বেয়ে বেড়ে ওঠা এমন অনেক পতঙ্গ, ছত্রাক রয়েছে, যেগুলি রোগ নিরাময়ে বিশেষ উপকারী। এরকমই জীবনীশক্তি ও যৌনশক্তি বর্ধনকারী ভেষজ পতঙ্গ আনতে গিয়ে মঙ্গলবার তুষারধসের কবলে পড়ে নিখোঁজ হয়ে যান ৫ জন। তাঁদের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার হল বুধবার। নেপালের নিরাপত্তারক্ষীরাই দেহগুলি উদ্ধার করেছেন।

জানা গিয়েছে, হিমলয় পাহাড়ের গায়ে বেড়ে ওঠা ইয়ার্শাগুম্বা সহ অন্যান্য ভেষজ আনতে গিয়েছিলেন ১২ জন। নেপালের দারচুলা জেলায় হিমালয়ের গায়েই তাঁবু খাটিয়ে ছিলেন তাঁরা। হঠাৎ করেই মঙ্গলবার ওই পার্বত্য এলাকায় তুষারধস নামে। সেই ঘটনায় ওই তাঁবুগুলি সহ সকলেই চাপা পড়ে যান। তারপর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ৭ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ হয়ে যান ৫ জন। ২৪ ঘণ্টা পর তাঁদের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার করল নেপালের নিরাপত্তারক্ষীরা। খবরটি জানিয়ে ডিএসপি ঈশ্বরাদিত্য ভাট বলেন, তুষারধসের পরই নেপাল পুলিশ, এলাকাবাসী এবং আমাদের দল উদ্ধারকাজে নামে। তুষারের প্রায় হাফ কিলোমিটার নীচে চাপা পড়েছিল মৃতদেহগুলি। তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। মৃত ৩ জনের মধ্যে এক মহিলাও রয়েছেন বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, বাজহাং জেলাতেও ইয়ার্শাগুম্বা আনতে গিয়ে তুষারধসের কবলে পড়ে নিখোঁজ হয় গিয়েছেন ৩২ বছর বয়সি এক মহিলা। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে নেপাল পুলিশ।

প্রসঙ্গত, ভেষজ হিসাবে ব্যবহৃত হয় ইয়ার্শাগুম্বা নামক পতঙ্গটি। শুঁয়োপোকার মতো দেখতে এই পতঙ্গটি জীবনীশক্তি এবং যৌন শক্তি বৃদ্ধি করার ক্ষমতা রাখে বলে মনে করা হয়। মূলত উচ্চ হিমালয়ে এটি পাওয়া যায়। নেপালের বাজারে এটি প্রতি কেজি ৫০ হাজার টাকা দরে বিক্রি হয়। আন্তর্জাতিক বাজারেও এর যথেষ্ট চাহিদা রয়েছে। তাই অনেকেই ইয়ার্শাগুম্বা সংগ্রহ করতে যান।