Oman beach accident: ছেলে-মেয়ের ছবি তুলছিলেন বাবা, সকলকে সমুদ্রে টেনে নিয়ে গেল দৈত্যাকার ঢেউ! ক্যামেরা-বন্দি মর্মান্তিক দৃশ্য
Oman beach accident: গত রবিবার ওমানের এক সমুদ্র সৈকতে ছবি তোলার সময়, এক ভারতীয় পরিবারের ৮ সদস্যকে ভাসিয়ে নিয়ে গিয়েছে একটি দৈত্যাকর ঢেউ। এখনও পর্যন্ত মাত্র ৩ জনের দেহ উদ্ধার করা গিয়েছে।
মুস্কাত: পর্যটনের জন্য সুপরিচিত ওমানের ধোফার শহরের আল মুগসেল সমুদ্র সৈকত। ঈদের ছুটিতে সেখানেই সপরিবারে পিকনিক করতে গিয়েছিল মহারাষ্ট্রের সাংলি এলাকার এক প্রবাসী ভারতীয় পরিবার। কিন্তু, তাঁদের বেড়ানোর আনন্দ এক লহমায় বদলে গেল মর্মান্তিক শোকে। ছবি তোলায় নেশায় মত্ত পরিবারের ৮ জন সদস্যকে ভাসিয়ে নিয়ে গিয়েছে এক দৈত্যাকার ঢেউ! তাদের মধ্যে তিন সদস্যের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে ওমানের অসামরিক প্রতিরক্ষা এবং অ্যাম্বুল্যান্স কর্তৃপক্ষ বা সিডিএএ। বাকি পাঁচজনের খোঁজ চলছে।
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, ওই পরিবারের আসল বাড়ি মহারাষ্ট্রের সাংলিতে হলেও, তাঁরা গত কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই শহরের বাসিন্দা। সেখানেই এক বেসরকারি ফার্মে পারচেস ম্যানেজার হিসেবে কাজ করতেন শাহিকান্ত মহামানে। গত রবিবার, ঈদের ছুটিতে পরিবারের সকলকে নিয়ে তিনি ওমানের ওই জনপ্রিয় সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সেই দেশের অসামরিক প্রতিরক্ষা এবং অ্যাম্বুল্যান্স কর্তৃপক্ষের দাবি, মুগসাইল সমুদ্র সৈকত এলাকায় গত কয়েকদিন ধরে খারাপ আবহাওয়ার জন্য জোয়ারের সময় বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। পর্যটকদের নিরাপত্তার খাতিরে সৈকতে বেড়াও দেওয়া ছিল। কিন্তু, মহামানে পরিবারের সদস্যরা ছবি তোলার জন্য ওই বেড়া টপকে গিয়েছিলেন। সেই সময়ই জোয়ারের এক অতিকায় ঢেউ এসে তাদের সমুদ্রে টেনে নিয়ে যায়।
মঙ্গলবার সিডিএএ-র পক্ষ থেকে ৪২ বছর বয়সী শশিকান্ত মহামানে, তাঁর ছেলে ৬ বছরের শ্রেয়স এবং পরিবারের আরও এক সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে। ৯ বছরের মেয়ে শ্রুতি মহামানে এবং পরিবারের বাকি পাঁচ সদস্যদের জন্য অনুসন্ধান চলছে। ওমানের পুলিশ জানিয়েছে, ওই পাঁচ জনের মধ্যে তিন জন শিশু রয়েছে।
Your “Life” is more important than your “Likes”. pic.twitter.com/3XNjyirbwJ
— Dipanshu Kabra (@ipskabra) July 13, 2022
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দুর্ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়েছে। ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে ওই পরিবারের সদস্যরা হালকা মেজাজে পাথুরে উপকূলের একেবারে প্রান্তে দাঁড়িয়ে আছেন। একের পর এক ছবি তুলছেন। আচমকা একটি বিরাট এবং শক্তিশালী ঢেউ তাঁদের উপর আছড়ে পড়ে। ওই ঢেউ ফিরে যাওয়ার সময় এক মহিলাকে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা যায়। তাঁকে একজন হাত ধরে টেনে তুললেও, বাকি সদস্যদের দেখা যায় স্রোতের টানে ভেসে যেত। এই ভিডিয়ো দেখে নেটিজেনরা আরও একবার বলেছেন, ‘লাইকের থেকে লাইফ বেশি গুরুত্বপূর্ণ, এটা ভুললে চলবে না’।
এই দুর্ঘটনার পরই, সিডিএএ-র পক্ষ থেকে ওমানের উপকূলবর্তী একাধিক পর্যটনস্থল বন্ধ করে দিয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে ভিড় জমানো নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, অধিকাংশ পর্যটকই নির্দেশাবলী এবং সতর্কতার প্রতি উদাসীন। সেগুলি অমান্য করেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সকল নাগরিক, স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য সমুদ্র সৈকতগুলি বন্ধ রাখা হচ্ছে। কাউকেই সৈকতে যেতে দেওয়া হবে না।