Pak Occupied Kashmir Protest: নির্বিচারে গুলি চালাল পাক সেনা, পাক অধিকৃত কাশ্মীরে মৃত্যু ৮ বিক্ষোভকারীর
PoK Protest: বিগত তিনদিন ধরেই বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। সেখানের নাগরিকরা নিজেদের অধিকারের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। বন্ধ রয়েছে দোকানপাট থেকে স্থানীয় ব্যবসা। বন্ধ পরিবহনও। আজ মুজাফরাবাদ পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের, কিন্তু তাদের আটকাতে ব্রিজের মাঝখানে শিপিং কন্টেনার আড়াআড়িভাবে বসিয়ে দিয়েছিল পাক প্রশাসন। বিক্ষোভকারীরা পাথর ছোড়েন।

ইসলামাবাদ: চরম অমানবিকতার প্রমাণ দিচ্ছে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরে জনতার বিক্ষোভে নির্বিচারে চলল গুলি। কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভ থামাতে আরও বিপুল পাক সেনা মোতায়েন করা হচ্ছে।
বিগত তিনদিন ধরেই বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। সেখানের নাগরিকরা নিজেদের অধিকারের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। বন্ধ রয়েছে দোকানপাট থেকে স্থানীয় ব্যবসা। বন্ধ পরিবহনও।
আজ মুজাফরাবাদ পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের, কিন্তু তাদের আটকাতে ব্রিজের মাঝখানে শিপিং কন্টেনার আড়াআড়িভাবে বসিয়ে দিয়েছিল পাক প্রশাসন। বিক্ষোভকারীরা পাথর ছোড়েন।
জানা গিয়েছে, আজ, ১ অক্টোবর পাক অধিকৃত কাশ্মীরের বাঘ জেলায় ধীরকোটে ৪ জনের মৃত্যু হয়েছে। মুজাফ্ফরাবাদে ও মীরপুরেও ২ জন করে বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। গতকালও মুজাফ্ফরাবাদে ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে মোট ১০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত।
বিগত কয়েক মাস ধরেই পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের আগুন জ্বলছে। বহু দশক ধরে আর্থিক অবহেলা ও রাজনৈতিকভাবেও বঞ্চনার শিকার পাক অধিকৃত কাশ্মীর, এই অভিযোগেই কয়েক হাজার মিছিল হয়েছে। পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরী রিফিউজিদের জন্য সংরক্ষিত যে ১২টি আসন ছিল পাক অধিকৃত কাশ্মীর বিধানসভায়, তা অবলুপ্তির দাবি তোলা হয়েছে। পাশাপাশি ভর্তুকি দিয়ে সস্তায় আটা-ময়দা দেওয়া, বিদ্যুতের সঠিক দাম ধার্য করা এবং ইসলামাবাদ বহু বছর ধরে যে সংস্কারগুলি করার প্রতিশ্রুতি দিচ্ছিল, তা পূরণ করার দাবি জানানো হয়েছে। মোট ৩৮ দফা দাবি জানানো হয়েছে।
ইসলামাবাদ থেকে বিক্ষোভ রুখতে ১ হাজার বাহিনী পাঠানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।
